
ভারতে আরজি কর আবহের মধ্যেই ইন্দোরে এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীকে পাশবিকভাবে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই নারীকে শুধু ধর্ষণই নয়, তার গোপনাঙ্গে কাচের গ্লাস ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক সেনা সদস্যের বিরুদ্ধে।
ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ওই সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে ইন্দোরের এবি রোডের একটি হোটেলে। অভিযুক্ত সেনা সদস্যের নাম সঞ্জয় যাদব।
শনিবার ওই নারী থানায় গিয়ে এই ঘটনায় অভিযোগ দায়ের করেন। থানার ইনচার্জ কৌশল্যা চৌহান জানিয়েছেন, এক বছর আগে একটি সেনা ক্যান্টিনে দুজনের মধ্যে দেখা হয়েছিল। শুক্রবার নির্যাতিতার সঙ্গে দেখা করতে ইন্দোরে এসেছিল অভিযুক্ত সেনা সদস্য। সেখানে তারা দুজনেই একটি হোটেলে ছিলেন। অভিযুক্ত জওয়ান উত্তর প্রদেশের বাসিন্দা। বর্তমানে আসামে সেনায় নায়েক পদে কর্মরত।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নির্যাতিতা একজন ব্যাংক কর্মকর্তার স্ত্রী। ঘটনার পর নির্যাতিতা ঠিকমতো হাঁটতে পারছিলেন না। যন্ত্রণায় কাঁদছিলেন। নির্মম অত্যাচারের ফলে নারীর গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়।
নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, সঞ্জয় তার একটি অশ্লীল ভিডিও তৈরি করেছিল এবং একই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাকে ক্রমাগত ব্ল্যাকমেল করছিল। তাছাড়া, তার কাছ থেকে ধর্ষণের পর ৪০-৫০ হাজার টাকা দাবি করে অভিযুক্ত সঞ্জয়। তখন তিনি এটিএম থেকে টাকা তোলার নাম করে হোটেল থেকে বেরিয়ে সোজা থানায় চলে যান। অভিযুক্ত এর আগেও ১ থেকে দেড় লাখ টাকা নিয়েছে বলে অভিযোগ।