4.9 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

‘আমি পাগল নই যে রেপ-কে সমর্থন করব’

‘আমি পাগল নই যে রেপ-কে সমর্থন করব’ - the Bengali Times

সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি

ধর্ষণের সমর্থনে বক্তব্য দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন কিংবদন্তী ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি। যদিও তার দাবি, ধর্ষণের সমর্থনে কথা বলেননি। আজ মঙ্গলবার তিনি বলেন, ‘আমি কি পাগল নাকি যে ধর্ষণের পক্ষে কথা বলবো?’ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল সোমবার বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের ডাকে এক নাচের অনুষ্ঠানে পৌঁছেছিলেন ডোনা, সেখানেই এই বিতর্কিত কথাটি বলে বসেন প্রথিতযশা ওডিসি নৃত্যশিল্পী। তিনি বলেন, ‘রেপ-টেপ সবজায়গাতেই হয়।’

- Advertisement -

ডাক্তারদের ধর্মঘট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এতলোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে। লোকের অসুস্থতা তো আর কমছে না। এটা তো আমাদের কর্তব্য। যেটা হয়েছে, রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?’

ডোনা আরও বলেন, ‘এটা তো আমাদের গর্ব বাংলার যে সব মানুষ প্রতিবাদ করছে। একদিকে ব্যাপারটা দুঃখের, তবে সব শ্রেণির মানুষ এসে প্রতিবাদ করছে। আমরা আজকেও তাসের দেশ করলাম, সেটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে।’

ডোনার মন্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন ডোনা। তিনি বলেন,‘আমি ডোনা গঙ্গোপাধ্যায়, প্রথমত একজন নারী, তারপর এক কন্যা সন্তানের মা। আমি পাগল নই যে রেপ-কে সমর্থন করব। বরং, আমি নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছি। আমি বলেছি, আমি নাচের অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি। যদি নারী সাংবাদিকরা আমার কথার ভুল অর্থ বার করেন তাহলে আমরা কী করে একটা আদর্শ সমাজ গড়ব যেখানে নারীরা মাথা উঁচু করে বাঁচবে, খুব দুঃখের!! আর যদি আপনাদের মনে হয় যে সঠিক উদ্দেশ্য় নিয়ে চলা একজন নারীকে ছোট করে আপনারা খুশি থাকবেন, তাহলে আমারও মনে হয় আপনাদের চিকিৎসার প্রয়োজন’।

- Advertisement -

Related Articles

Latest Articles