-2.7 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

স্কুলে জন্মদিন পালনের নামে ছাত্রীদের মদপান!

স্কুলে জন্মদিন পালনের নামে ছাত্রীদের মদপান! - the Bengali Times
প্রতীকী ছবি

জন্মদিন উপলক্ষে এক সরকারি স্কুলে বসে মদপানের অভিযোগ উঠেছে। ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলার একটি স্কুলে এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। এরপরই আলোচনার সৃষ্টি হয় রাজ্যজুড়ে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভাইরাল হওয়া ভিডিওটি ছত্তিশগড়ের বিলাসপুর জেলার মাস্তুরি এলাকার একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের। গত ২৯ জুলাই ক্লাসরুমে কয়েকজন ছাত্রী তাদের সহপাঠীর জন্মদিন পালন করে এবং পার্টি চলাকালীন তারা বিয়ার পান করে বলে অভিযোগ। পরে এক ছাত্রী সেই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে।

- Advertisement -

ছত্তিশগড় শিক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৯ জুলাই বিতর্কিত এ দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়। বিষয়টি জানা মাত্র ওই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে দপ্তর।

এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। ইতিমধ্যে ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠিত হয়েছে। শিক্ষক ও ছাত্রীদের সঙ্গে কথা বলেছেন তদন্ত কমিটির সদস্যরা।

বিলাসপুরের জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) টি আর সাহু জানিয়েছেন, শিক্ষার্থীরা তদন্ত কমিটিকে জানিয়েছে তারা মদপান করেনি। মজা করার জন্য ওই মদের বোতল হাতে নিয়েছিল।

স্কুলগুলোতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জড়িত শিক্ষার্থীদের অভিভাবকদের কাছেও নোটিশ পাঠানো হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles