4.9 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

মদের আসরে বন্ধুর স্ত্রীকে নিয়ে কুমন্তব্য, অতঃপর …

মদের আসরে বন্ধুর স্ত্রীকে নিয়ে কুমন্তব্য, অতঃপর … - the Bengali Times
প্রতীকী ছবি

মদের আসরে বসেছিলেন দুই বন্ধু। যার বাসায় আসরটি বসেছিল তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। অভিযোগ উঠেছে, মদপানের সময় বন্ধুর স্ত্রীকে নিয়ে কুমন্তব্য করেন অপরজন। এরপর ‘বদলা’ নিতে বন্ধুকেই কুপিয়ে খুন করলেন যুবক। ঘটনাটি ভারতের কলকাতার চেতলা এলাকার।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চন্দন মণ্ডল ভুট্টো এবং রূপচাঁদ পাইক দুই বন্ধু। বুধবার রাতে ভুট্টোর সিআইটির ফ্ল্যাটেই ঘটনাটি ঘটে। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় একবছর আগে ভুট্টোর স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। মদপানের সময় তার স্ত্রীকে নিয়ে কুকথা বলেন রূপচাঁদ। গালিগালাজ করেন। বিষয়টি মানতে পারেননি ভুট্টো। এ নিয়ে দুজনের কথা কাটাকাটির মাঝেই ধারালো অস্ত্র দিয়ে রূপচাঁদের মাথায় আঘাত করা হয়। সেখানেই মৃত্যু হয় তার।

এ ঘটনায় রূপচাঁদের ভাই চেতলা থানায় অভিযোগ করেন। বাড়ির সামনে থেকেই ভুট্টোকে গ্রেপ্তার করে পুলিশ। ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

আরজি কর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে সারা রাজ্যে এ বিষয় নিয়ে তোলপাড় চলছে। সাধারণ মানুষ থেকে বিভিন্ন বিশিষ্ট ক্ষেত্রের মানুষরা প্রতিবাদে সামিল হয়েছেন। তার মধ্যেই এ ধরনের ঘটনা হতবাক করেছে চেতলার স্থানীয় মানুষদের।

 

- Advertisement -

Related Articles

Latest Articles