-0.4 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

ফিলিপাইনের ‘চীনা গুপ্তচর মেয়র’ গ্রেপ্তার

ফিলিপাইনের ‘চীনা গুপ্তচর মেয়র’ গ্রেপ্তার - the Bengali Times

ছবি সংগৃহীত

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েক সপ্তাহ ধরে পলাতক থাকা ফিলিপাইনের সাবেক এক মেয়রকে ইন্দোনেশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। গত জুলাইয়ে অ্যালিস গুয়ো নামে ওই মেয়র নিখোঁজ হওয়ার পর থেকে ফিলিপাইনের কর্তৃপক্ষ চারটি দেশে তার ওপর নজর রাখছে।

তার বিরুদ্ধে অনলাইন ক্যাসিনো ব্যবসায় মদদ দেওয়া এবং জুয়ার আড়ালে স্ক্যাম (প্রতারণা) সেন্টার চালানোর অভিযোগ রয়েছে। এছাড়া মানব পাচারে জড়িত থাকা অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

- Advertisement -

অবশ্য মিস গুয়ো এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তার চীনা বাবা এবং ফিলিপিনো মায়ের সাথে পারিবারিক খামারে বড় হয়েছেন।

কর্তৃপক্ষের ধারণা, রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে একটার পর একটা নৌকা বদলে ফিলিপাইন থেকে মালয়েশিয়া ও সিঙ্গাপুর হয়ে ইন্দোনেশিয়ায় পৌঁছান এলিস।

অ্যালিসের কেলেঙ্কারির তদন্তকারীরা বলছেন, তার আঙুলের ছাপের সাথে গুও হুয়া পিং নামে একজন চীনা নাগরিকের মিল রয়েছে। অ্যালিস গুপ্তচর হিসেবে কাজ করছেন এবং অপরাধী চক্রকে আড়াল করেছেন বলেও অভিযোগ তাদের।

সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত গাইবে উদীচীসারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত গাইবে উদীচী
এলিসের মামলা নাটকীয় মোড় নেয় যখন তার বোনকে গ্রেপ্তার করা হয় এবং ফিলিপাইনের সিনেটের সামনে জিজ্ঞাসাবাদ করা হয়। যা দেশে ক্ষোভের সৃষ্টি করেছিল এবং বিশ্বের নজর কেড়েছিল।

তবে চীন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেছেন, বুধবারের মধ্যেই তাকে ফিলিপাইনে ফেরত পাঠানো হবে। তার গ্রেপ্তার যারা বিচার এড়ানোর চেষ্টা করছে তাদের জন্য একটি সতর্কবার্তা।

- Advertisement -

Related Articles

Latest Articles