28.4 C
Toronto
শনিবার, জুন ২৫, ২০২২

টরন্টোর ১৪% শিশুর ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুকিং

- Advertisement -
টরন্টোর ১৪% শিশুর ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুকিং - The Bengali Times
টরন্টো মেয়র জন টরি এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, যে ৩০ হাজার পরিবার তাদের সন্তানদের ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য প্রায় এক ঘণ্টার মধ্যে তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন তাদেরকে ধন্যবাদ

টরন্টোর স্কুলগামী ৫ থেকে ১১ বছর বয়সী ১৪ শতাংশ শিশু এরই মধ্যে ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করেছে। চাহিদার কথা বিবেচনায় নিয়ে সিটি কর্তৃপক্ষ হাজার হাজার নতুন অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ উন্মুক্ত করছে।

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য অন্টারিও অ্যাপয়েন্টমেন্ট বুকিং পোর্টাল বৃহস্পতিবার খুলে দেয়। এর আগে হেলথ কানাডা ফাইজারের শিশুদের উপযোগী ভ্যাকসিন অনুমোদন দেয়।

সিটি কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবারের জন্য বরাদ্দ ৩০ হাজার অ্যাপয়েন্টমেন্টের ৯৩ শতাংশ এক ঘণ্টার মধ্যেই বুকড হয়ে যায়। চাহিদা বেড়ে যাওয়ায় ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে অতিরিক্ত আরও ১৭ হাজার অ্যাপয়েন্টমেন্ট যুক্ত করা হবে। এর ফলে পরবর্তী আড়াই সপ্তাহে পাঁচটি গণ ভ্যাকসিনেশন সেন্টারে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা দাঁড়াবে ৪৭ হাজার।

টরন্টো মেয়র জন টরি এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, যে ৩০ হাজার পরিবার তাদের সন্তানদের ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য প্রায় এক ঘণ্টার মধ্যে তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন তাদেরকে ধন্যবাদ। শিশুরা যাতে সুপার হিরোর মতো ভ্যাকসিন নিতে পারে সে লক্ষ্যে টিম টরন্টো কিডস কোভিড-১৯ ভ্যাকসিনেশন পরিকল্পনা কাজ করছে। পরবর্তী আড়াই মাসে যাতে বেশি সংখ্যক পরিবার ভ্যাকসিন নিতে পারে সেজন্য আমাদের সিটি পরিচালিত ক্লিনিকগুলোতে আরও অ্যাপয়েন্টমেন্টের সুযোগ দেওয়া হবে। আমার আহ্বান থাকবে, নিজেদের, পরিবারের ও নগরীর সুরক্ষায় যোগ্য প্রত্যেকে ভ্যাকসিন নিন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের তথ্য অনুযায়ী, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ভ্যাকসিনেশনের জন্য এখন পর্যন্ত ৮৪ হাজার অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়ে গেছে। ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর সীমিত সংখ্যক কিছু অ্যাপয়েন্টমেন্ট এখনও অবশিষ্ট আছে। স্কুলভিত্তিক ভ্রাম্যমাণ ক্লিনিকের কার্যক্রমও এ সপ্তাহে শুরু হবে। অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুল বা স্কুল বোর্ড থেকে সরাসরি এসব ক্লিনিকের ব্যাপারে তথ্য পাবেন।

 

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles