4.6 C
Toronto
রবিবার, নভেম্বর ২৭, ২০২২

নুসরাতকে এখনও ভালোবাসি, তবে কার বাচ্চা জন্ম দিলো তা জানতে চাইনি: নিখিল

নুসরাতকে এখনও ভালোবাসি, তবে কার বাচ্চা জন্ম দিলো তা জানতে চাইনি: নিখিল - the Bengali Times
অভীনেত্রী ও সাংসদ নুসরাত জাহান এবং নিখিল জৈন

অনেক জলঘোলার ভারতীয় অভীনেত্রী ও সাংসদ নুসরাত জাহান এবং নিখিল জৈনের বিচ্ছেদ হয়েছে পাকাপাকিভাবে। নিখিলেরই করা এক মামলায় এরই মধ্যে ভারতীয় আদালত রায় দিয়েছেন, দেশটিতে ভিন্ন ধর্মের আইন অনুযায়ী মুসলিম নুসরাত ও হিন্দু নিখিলেন বিয়ে ছিল অবৈধ। এই রায়ে সপরিবারে খুশি বলেও জানিয়েছিলেন নিখিল। তবে এবারে নিখিলের মুখে শোনা গেলো ভিন্ন কথা।

সম্প্রতি এক অনলাইন সাক্ষাৎকারে লাইভে এসে নুসরাত সম্পর্কে নিখিল তার বক্তব্য স্পষ্ট করতে গিয়ে বলেন, আমি আজও নুসরাতকে ভালোবাসি। তবে এতো কিছুর পর এখন এসে এমন মন্তব্য কেনো? এরও উত্তর দিয়েছেন নুসরাতের সাবেক স্বামী।

- Advertisement -

নিখিল বলেন, আমি আজও নুসরাতকে ভালোবাসি। আমি যে নুসরাতকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে এখনও আমার হৃদয়ে আছে। তবে এখনকার নুসরাতকে আমি চিনতে পারছি না। এখনকার নুসরাতের সাথে আগের নুসরাতের কোনো মিল নেই।

নিখিল আরও বলেন, এই সম্পর্কের শেষের দিকে আমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিল, আর সেটাকেই আইনগতভাবে আমি পরিষ্কার করেছি। তবে আমি কিন্তু নুসরাতের এখনকার জীবনযাপন নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। ও কার সাথে ঘুরছে, কার সাথে বাচ্চা জন্ম দিচ্ছে এসবের গভীরে কখনও যাইনি, প্রশ্নও করিনি। যদি যাই, তাহলে হয়তো ওরই ক্ষতি হবে।

এর আগে, ভারতীয় আদালত নুসরাত-নিখিলের বিয়েকে অবৈধ ঘোষণা করার পরই নিখিল বলেছিলেন, তার পরিবার এখন হাঁফ ছেড়ে বেঁচেছে, তিনিও খুশি। কারণ, এবারে নুসরাত আর ভরণপোষণের টাকা চাইতে পারবে না তার কাছে। তবে এই নুসরাতকেই ২০১৯ সালের ১৯ জুন তুরস্কে বিশাল আয়োজনে বিয়ে করেছিলেন নিখিল। নিজের পরিবার, সমাজ এমনকি ধর্মীয় সব বেঁড়াজাল অতিক্রম করে পরিণতি পেয়েছিল তাদের ভালোবাসা।

- Advertisement -

Related Articles

Latest Articles