11 C
Toronto
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

দিল্লির রাস্তায় ‘ভয়াবহ’ যৌন হেনস্তার শিকার বাঙালি অভিনেত্রী

দিল্লির রাস্তায় ‘ভয়াবহ’ যৌন হেনস্তার শিকার বাঙালি অভিনেত্রী - the Bengali Times
অভিনেত্রী তিলোত্তমা সোম

দিল্লি শহরে ভয়ঙ্কর হেনস্তার শিকার হয়েছেন বাঙালি অভিনেত্রী তিলোত্তমা সোম। সম্প্রতি গণমাধ্যমে সেই শহরের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন।

এক সাক্ষাৎকারে তিলোত্তমা জানান, এক সন্ধ্যায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিলোত্তমা। কিন্তু দুর্ভাগ্যবশত, কোনও বাস পাচ্ছিলেন না তিনি। এদিকে অন্ধকার গাঢ় হতে থাকে। হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়ায় তার সামনে। গাড়ি থেকে ছ’জন পুরুষ নেমে আসেন। নিরাপত্তার জন্য স্বাভাবিকভাবেই তাদের থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন তিলোত্তমা। আর তার পরেই অভিনেত্রীকে নিশানা করেন ওই ছ’জন পুরুষ।

- Advertisement -

এরপর তারা অভিনেত্রীকে মৌখিকভাবে হেনস্তা করতে শুরু করেন বলে জানান তিলোত্তমা। এদের মধ্যে একজন পাথর ছুঁড়ে মারলে তিনি একটু দূরে সরে যান। তখন অভিনেত্রী বুঝতে পারেন এখান থেকে দ্রুত তাকে চলে যেতে হবে।

কিন্তু ছুটে পালালে, ওরা তার পিছু নেবে এমনটা ভেবে তিনি বাধ্য হয়ে রাস্তার বেশ খানিকটা মাঝে এসে দাঁড়ান। বললেন, কোনও গাড়িই দাঁড়াচ্ছিল না। অবশেষে একটি গাড়ি এসে দাঁড়ালে গাড়ির সামনের আসনে গিয়েই বসেন তিনি। কিন্তু বুঝতে পারেননি, তার জন্য আরও বিপদ অপেক্ষা করছে।

অভিনেত্রীর কথায়, “কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পরই গাড়ির চালকের আসনে বসে থাকা সেই ব্যক্তি আমার হাত আঁকড়ে ধরে। তার পরেই নিজের প্যান্টের চেন খুলে ফেলে সে। আমি বুঝতে পারি আমার সঙ্গে কী হতে চলেছে। সঙ্গে সঙ্গে আমি অজান্তেই লোকটিকে মেরে দিই। কীভাবে মারি আমার মনে নেই। কিন্তু লোকটি গাড়ি থামাতে বাধ্য হয়। নিজেই আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলে সে।”

কোনও রকমে বাঁচলেও, সেই ঘটনায় একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিলোত্তমা।

- Advertisement -

Related Articles

Latest Articles