8.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

মোড়ে মোড়ে অবরোধ, স্থবির ঢাকা

মোড়ে মোড়ে অবরোধ, স্থবির ঢাকা - the Bengali Times
ছবি সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ফের স্থবির হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন সড়ক। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১ টার দিকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রগতি সরণির কুড়িল এলাকায় অবস্থান নেয়। এ ছাড়া কোটা সংস্কারের এক দফা দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে বাড্ডাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, এআইইউবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। এতে মেরুল বাড্ডা এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে রাস্তায় শত শত যানবাহন আটকে আছে।

- Advertisement -

ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।

অন্যদিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধে সড়ক অবরোধ করেছে ইউল্যাবের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের নানা স্লোগান দিতে দেখা যায়। কোটার যৌক্তির সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

উত্তরা হাউজবিল্ডিংয়ের সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। কোটার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এ ছাড়া মিরপুর বিইউবিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের রাস্তা বন্ধ করে দিয়েছে। ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তরা জমজম মোড় অবরোধ করে রেখেছে আশপাশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

- Advertisement -

Related Articles

Latest Articles