2.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

‘গণতন্ত্রের জন্য যদি নোবেল দেওয়া হয় সেটা খালেদা জিয়ার কাছে যাবে’

‘গণতন্ত্রের জন্য যদি নোবেল দেওয়া হয় সেটা খালেদা জিয়ার কাছে যাবে’ - the Bengali Times

গণতন্ত্রের জন্য যদি নোবেল দেওয়া হয় তাহলে সেটা খালেদা জিয়ার কাছে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

- Advertisement -

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যদি তাকে বাঁচাতে নাও পারি তারপরও তার কাছে নোবেল আসবে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকে দেশের ৯৯.৯৯ শতাংশ মানুষ খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা চায়। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। শুধু একটি ব্যক্তি তাকে মুক্তি দিচ্ছে না।

গয়েশ্বর আরো বলেন, খালেদা জিয়ার বিদেশে পাঠানো প্রসঙ্গে আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছে। সরকারের আইন ফলো করার দরকার নেই। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।

সূত্র : কালেরকন্ঠ

- Advertisement -

Related Articles

Latest Articles