
টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী। দ্রুত সময়ের মধ্যে বিয়ে না করলে আত্মহত্যা করার হুমকিও দিয়েছেন তিনি। ঘটনাটি উপজেলার নাগবাড়ী ইউনিয়নের খালুয়াবাড়ি এলাকার।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার স্থানীয় নুরুল ইসলামের ছেলে সোহাগের সাথে বিয়ের দাবিতে অবস্থান নেন ওই নারী। কিন্তু প্রেমিকার অবস্থানের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় সোহাগ। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে ওই নারীর বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকায়। তিনি জানান, এক বছর আগে টিকটকে সোহাগের সঙ্গে পরিচয় হয় তার। প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন সোহাগ। এছাড়াও তার কাছ থেকে দুই লাখ টাকাসহ তিন ভরি স্বর্ণ নিয়েছেন তিনি।
ওই নারীর চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তার অভিযোগ, সোহাগই তাকে ফোনে বাড়িতে আসতে বলেন। কিন্তু বিষয়টি টের পেয়ে সোহাগের মা ছেলেকে বাড়ি থেকে চলে যেতে বলেন। ওই নারী বলেন, ‘সোহাগের জন্য আমার ঘর-সংসার সব শেষ হয়ে গেছে। তিনি আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।’
এ বিষয়ে নাগবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ছেলের মায়ের সাথে কথা বলেছি। ছেলের মা পারিবারিকভাবে বিয়ে পড়িয়ে দিবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন।’
যদিও কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’