21.4 C
Toronto
বুধবার, জুলাই ২৪, ২০২৪

রক্তাক্ত মনামী! কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?

রক্তাক্ত মনামী! কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?
<br >অভিনেত্রী মনামী ঘোষ

কদিন আগেই জাপানে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী মনামী ঘোষ। সেখান থেকে ফিরেই কিছু ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। একগুচ্ছ ছবির মধ্যে থেকে দুটি ছবি ভাইরাল হয়েছে। একটিতে দেখা যাচ্ছে তার হাঁটু-কনুই কেটে রক্তাক্ত। অন্যটিতে, ক্ষতস্থান ব্যান্ডেজে ঢাকা।

ভারতীয় সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, জাপানের কয়োতো শহরে দুর্ঘটনা ঘটেছিল। ওখানে ইলেকট্রিক বাইকের প্রচলন বেশি, প্রত্যেকের বাড়িতে, রাস্তার মোড়ে দেখা যায় এই গাড়ি। খুব উৎসাহ নিয়ে চালাতে গিয়েছিলেন। সেটা একাই চালাতে হয়। কিছুটা যাওয়ার পরেই দুর্ঘটনা!

- Advertisement -

তিনি জানান, সামলাতে না পেরে ছিটকে পড়েন। খোয়া ছড়ানো রাস্তার উপরে পড়ে হাত-পা কেটে যায়।

অভিনেত্রী বলেন, ভাগ্যিস সামনে কোনও বড় গাড়ি ছিল না। তা হলে আর নিজের হাতে-পায়ে হাঁটাচলা করতে হত না।

অভিনেত্রী জানিয়েছেন, গোটা দেশ, দেশের প্রত্যেকটা শহর যেন রূপকথার স্বপ্নপুরী! সব কিছু ভীষণ সাজানো। দেখার মতো প্রচুর জায়গা। তার মধ্যেও ভালো লেগেছে ওখানকার মানুষদের আন্তরিকতা। আর দৃষ্টিহীনদের জন্য সব জায়গায় বিশেষ ব্যবস্থা।

অভিনেত্রী বলেছেন, সবাই খুব মিশুকে। কথা বলতে চাইলে হাসিমুখে এগিয়ে আসেন। আর দৃষ্টিহীনদের জন্য রাস্তা থেকে লিফ্‌ট— সব জায়গায় ব্রেল অক্ষরে নির্দেশ লেখা। যাতে ওঁদের অসুবিধে না হয়। মানুষের জন্য যন্ত্রের এই ব্যবহার আমায় মুগ্ধ করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles