-3.4 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

আইআইটিতে প্রতি বছর ভোটের মাধ্যমে ২ ছাত্রের অভিনব বিয়ে!

আইআইটিতে প্রতি বছর ভোটের মাধ্যমে ২ ছাত্রের অভিনব বিয়ে! - the Bengali Times
প্রতীকী ছবি

ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির (আইআইটি) হোস্টেলে প্রতি বছর দুই সিনিয়র ছাত্রের বিয়ে দেওয়া হয় ধুমধাম করে। তবে বিষয়টি এমন নয় যে, ছাত্রদের মধ্যে থেকে দুজন সমকামীকে বেছে নিয়ে এই বিয়ের আয়োজন করা হয়। বরং এই বিয়ের সঙ্গে যৌনতার কোনো সম্পর্ক নেই।

ভারতের আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, দুই ছাত্রের বিয়ে দেওয়া হয় তাদের সঙ্গী সংক্রান্ত পছন্দ-অপছন্দের পরোয়া না করেই। এ ব্যাপারে বর বা ‘কনে’র ইচ্ছার কোনো গুরুত্ব নেই। বিয়ে ঠিক হয় বরপক্ষ এবং ‘কনে’পক্ষের সিদ্ধান্ত মেনে। আর এখানে আইআইটি হোস্টেলের ছাত্র-ছাত্রীরাই পাত্র-‘পাত্রী’পক্ষ। কোন দুই ছাত্রের বিয়ে হবে তা ভোট দিয়ে ঠিক করেন তারাই।

- Advertisement -

বিয়েতে দুই ছাত্রের একজন পাত্র অন্য জন ‘পাত্রী’ সেজে বিয়ে করতে আসেন। তার আগে তাদের বাগদান থেকে শুরু করে মেহেদি, সঙ্গীত, গায়ে হলুদ, সমস্ত আচারই নিয়ম মেনে পালন করা হয়।

ক্লাসে ‘অশ্লীল ভিডিও’ করে বিপাকে শিক্ষিকা, বললেন ‘আর করব না’ক্লাসে ‘অশ্লীল ভিডিও’ করে বিপাকে শিক্ষিকা, বললেন ‘আর করব না’
ভারতের যে প্রতিষ্ঠানকে মেধাবী ছাত্রছাত্রীদের পীঠস্থান মনে করা হয়, সেই আইআইটির এমন সংস্কৃতির কথা শুনে বিস্ময় জাগতেই পারে। কিন্তু তাতে বাস্তব পাল্টায় না। দেশে মোট ১০টি আইআইটি রয়েছে। তবে সর্বত্র এমন বিয়ের রেওয়াজ নেই। এই বিয়ের আসর বসে শুধুমাত্র কানপুর আইআইটিতে। বিশেষ এই ঐতিহ্যের কথা কানপুর আইআইটি কর্তৃপক্ষও ফলাও করে প্রচার করেন।

তাদের ব্যাখ্যা, প্রতি বছর এই বিয়ের অনুষ্ঠান করা হয় চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হিসাবে। সিনিয়র ছাত্রদের মধ্যে থেকে ভোট দিয়ে বেছে নেওয়া হয় পাত্র-‘পাত্রী’। তার পরে নির্দিষ্ট দিনে সমারোহে হয় অনুষ্ঠান।

যে ছাত্র ‘পাত্রী’ হিসাবে মনোনীত হন তার পোশাক থেকে সাজগোজের দায়িত্ব নেন কলেজের ছাত্রীরা। ঘাঘরা-চোলি পরিয়ে মাথায় ওড়না দিয়ে সাজিয়ে ‘পাত্রী’কে মেহেদ পরাতে বসেন ছাত্রীরা। সেই অনুষ্ঠান হয় ছাত্রীদের হোস্টেলে। মেহেদির পর সঙ্গীত হয়। তার আসর বসে আইআইটির বাস্কেটবল কোর্টে বাঁধা মঞ্চে।

মঞ্চে মেয়েলি পোশাকেই নাচেন পাত্রী সাজা ছাত্র। বন্ধুবান্ধব নিয়ে মঞ্চে পাল্টা পারফরমেন্স দেখান পাত্রও। জমজমাট এই অনুষ্ঠান পর্বের পরদিন হয় বিয়ে। ঘোড়ায় চড়ে শেরওয়ানি পরে তলোয়ার উঁচিয়ে পাত্র আসেন বাস্কেটবল কোর্টের মঞ্চে বিয়ে করতে। পাত্রী সাজা ছাত্রও ঝলমলে পোশাকে নাক পর্যন্ত ঘোমটা টেনে ওঠেন কনে।

বিয়ের পিঁড়ি থেকে অগ্নিসাক্ষী, বাদ যায় না কিছুই। তবে বিয়ের মন্ত্র তৈরি করেন আইআইটির পড়ুয়ারা। সংস্কৃত মন্ত্রে নয়, আইআইটির বিয়ে সম্পন্ন হয় প্রেমে গদগদ কবিতায়।

তবে ক্লাইম্যাক্স তখনও বাকি। পাত্র-‘পাত্রী’ যখন অগ্নিসাক্ষী রেখে কবিতায় একে অপরকে প্রতিশ্রুতি দিতে ব্যস্ত তখন আগমন ঘটে ‘ভিলেনের’। যিনি কিনা কনের প্রাক্তন প্রেমিক (আদতে এক সিনিয়র ছাত্র এবং তিনিও ভোটে নির্বাচিত)!

এর পর যা হওয়ার তাই হয়। লড়াই- ঝগড়া-সংঘর্ষ। রক্তক্ষয়ী নয় অবশ্য। নকল যুদ্ধে যে পক্ষ জেতে ‘পাত্রী’ তার। ভোটে মনোনীত পাত্রকে সরিয়ে প্রেমিকের এন্ট্রিও হয় মঞ্চে। হুল্লোড়ে শেষ হয় বছর কয়েকের আইআইটির স্মৃতির অন্তিম পর্ব। যেখানে মনখারাপের কোনো জায়গা নেই। আছে শুধু উদযাপনের আনন্দ।

- Advertisement -

Related Articles

Latest Articles