-3.4 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

বিমানে টয়লেটে লেখা ছিল ‘৩০ মিনিটে হবে বোমা বিস্ফোরণ’

বিমানে টয়লেটে লেখা ছিল ‘৩০ মিনিটে হবে বোমা বিস্ফোরণ’ - the Bengali Times
সংগৃহীত ছবি

ভারতের দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগোর একটি বিমান উড্ডয়নের ঠিক আগে বোমা বিস্ফোরণের হুমকি সংবলিত একটি টিস্যু পাওয়া যায় বিমানের টয়লেটে। তাতে লেখা ছিল ৩০ মিনিটে বোমার বিস্ফোরণ হবে (বম্ব ব্লাস্ট @ ৩০ মিনিটস)। সঙ্গে সঙ্গে উড্ডয়ন বাতিল করে সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিয়ে আসা হয়। এরপর চলে তল্লাশি। তবে বোমা বিস্ফোরণের হুমকি ভুয়া ছিল বলে মনে করছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আপৎকালীন দরজা দিয়ে সব যাত্রীকে বিমানের বাইরে আনা হয়। ১৭৬ যাত্রীর সকলেই নিরাপদে রয়েছেন।

- Advertisement -

দিল্লির দমকল বিভাগ জানিয়েছে, ভোর ৫টা ৪০ মিনিটে তাদের কাছে খবর আসে যে, বারানসীগামী একটি বিমানে বোমা রয়েছে। বিমানের টয়লেটে ওই হুমকি সংবলিত একটি কাগজ খুঁজে পান পাইলট। সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে পৌঁছয় দমকলের একটি কুইক রেসপন্স টিম (কিউআরটি)।

- Advertisement -

Related Articles

Latest Articles