27.7 C
Toronto
বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪

বোঝাবুঝির হিসাব

বোঝাবুঝির হিসাব

কখন বুঝবেন আপনি সামাজিকতা রক্ষায় ভুল পথে আছেন?
যখন দেখবেন:
<> আপনি নিজ পরিবারকে খুব এক্সেপশনাল মনে করছেন অন্য পরিবারের চাইতে
<> আপনার নিজ বাড়ির চাইতে শ্বশুরবাড়ি প্রিয় হয়ে উঠেছে
<> আপনি নিজ মা-বাবার চাইতে শ্বশুরবাড়িতে বেশি খরচ করছেন
<> আপনার ভাই-বোনদের চাইতেও বন্ধুদের আপন ভাবছেন
<> আপনি নিজ সন্তানদের সামনে আত্মীয়দের সমালোচনা করছেন

- Advertisement -

<> আপনি শ্বশুরবাড়ির ভুল-ভ্রান্তি আপনার মা/বাবা বা অন্যের কাছে কাছে বলে দিচ্ছেন
<> আপনি নিজের পরিবারের চাইতে অফিস বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বেশি গুরুত্ব বা সময় দিচ্ছেন
<> শিক্ষক হয়েও আপনি অন্যান্য শিক্ষকদের চাইতে নিজেকে উচ্চতর ভাবছেন
<> নিজ আত্মীয়-স্বজনদের চাইতে আপনার স্কুল/কলেজ/ইউনিভার্সিটির স্যার বা স্টুডেন্টসদের বেশি আপন মনে করছেন
<> আপনি গরিব বন্ধু বা আত্মীয়দের সাথে সম্পর্ক রাখছেন না
<> আপনি কবি/লেখক/শিল্পী হয়ে অন্য কবি/লেখক/শিল্পীদের তাচ্ছিল্য করছেন

<> আপনার দরিদ্র আত্মীয়/বন্ধুরের দাওয়াতে ডাকছেন না বা দরিদ্র আত্মীয়/ বন্ধুদের দাওয়াতে যাচ্ছেনও না
<> দাওয়াতে অতিরিক্ত খরচ বা বেশি আইটেম বানিয়ে গেস্টদের বাহবা পেতে চাচ্ছেন
<> দাওয়াত মানে আপনার কাছে শুধুই খাওয়া-দাওয়া বা রান্না-বাড়া

<> আপনি কোনোপ্রকার সামাজিক অনুষ্ঠান বা দাওয়াতেই যাচ্ছেন না
<> আপনি ধার করে হলেও প্রিয়জনদের দামি উপহার দিচ্ছেন
<> আপনি সাধ্যির বাইরে খরচ করে আত্মীয়দের কাছে শো-অফ করছেন

<> আপনি ভাবছেন শুধু অন্যের পেছনে অর্থ খরচ করলেই সবার মন পাবেন
<> আপনি সামাজিক অনুষ্ঠানে শুধু নিজের প্রাপ্তি জানাতে ব্যস্ত
<> আপনার মাঝে অহংকার দানা বাঁধতে শুরু করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles