11.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

কানাডা থেকে অন্নপূর্ণা ভারতে ফিরে গেছেন

কানাডা থেকে অন্নপূর্ণা ভারতে ফিরে গেছেন - the Bengali Times
শেষমেষ সিদ্ধান্ত হয় অন্নপূর্ণা ফিরে যাবেন নিজ মন্দিরে গত সপ্তাহে তিনি ভারতে ফিরে গেছেন

ভারতের বারানসির এক মন্দির থেকে দেবী অন্নপূর্ণার মূর্তি চুরি হয় ১৯১৩ সালে। পেছনের মানুষটি ছিলেন কানাডার সাস্কাচুয়ানের আইনজীবী এবং শিল্প-সংগ্রাহক নরমান ম্যাকেনজি। বারানসি ভ্রমণকালে ওই মূর্তি দেখে তার লোভ হয়। ওই লোভের কথা জানতে পারে এক চোর। চোর সেটা চুরি করে ম্যাকেনজির হাতে তুলে দেয়। মহাআনন্দে বগলদাবা করে ম্যাকেনজি ওই মূর্তি নিয়ে আসেন কানাডায়। ১৯৩৬ সালে মারা যাবার সময় ম্যাকেনজি বিপুল অর্থ আর সংগৃহীত শিল্পসামগ্রী সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়কে দান করেন। সেইসব নিয়ে তৈরি হয় সুবিখ্যাত ম্যাকেনজি আর্ট গ্যালারি।

গত বছর ওই শিল্পকর্ম নিয়ে প্রশ্ন তোলেন একজন বোদ্ধা মানুষ। আমেরিকা থেকে ডাকা হয় পরীক্ষক। প্রমাণ হয় এই মূর্তি বারানসি মন্দির থেকে চুরি যাওয়া অষ্টাদশ শতকে নির্মিত সেই মূর্তি।

- Advertisement -

শুরু হয় রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা। শেষমেষ সিদ্ধান্ত হয় অন্নপূর্ণা ফিরে যাবেন নিজ মন্দিরে। গত সপ্তাহে তিনি ভারতে ফিরে গেছেন। শিঘ্রই মন্দিরে আসীন হবেন তিনি বিপুল আয়োজনে।

মিথ্যা অর্জন সাময়িকভাবে আমাদের আনন্দ দিলেও ভুলে যাওয়া উচিত না সত্য প্রকাশ হবেই – আজ অথবা এক শ বছর পর। কানাডা যে অতীত ভুলকে স্বীকার করে সেই জন্যে কানাডাকে ভালোবাসি।

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles