
অন্টারিওর একটি খুচরা ক্যানাবিস বিক্রয়কারী চেইনের সনদধারী অপারেটর ২ লাখ ডলার জরিমানার মুখে রয়েছে। ফির বিনিময়ে নির্ধারিত ক্যানাবিস উৎপাদককে বাড়তি সুবিধা দেওয়ার বিষয়টি জানার পর এই সিদ্ধান্ত নিয়েছে অ্যালকোহল অ্যান্ড গেমিং কমিশন অব অন্টারিও (এজিসিও)।
এজিসিও বলেছে, ক্যানাবিস এক্সপ্রেস কেবল প্রদেশের অ্যান্টি-ইনডিউসমেন্ট আইনই ভঙ্গ করেনি, এই লঙ্ঘন ঢাকারও চেষ্টা করেছে তারা। গত ৩০ মাস ধরে যা ঘটেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এজিসিও লিখেছে, তথাকথিত ডেটা সার্ভিস বা এ ধরনের অন্যান্য চুক্তিতে সনদধারী অপারেটরটি এক ডজনের বেশি সনধারীর অংশগ্রহণ চায়।
কমপ্লায়েন্স পরিদর্শনের সময় এজিসিও ৮২ হাজারের বেশি নথি পর্যালোচনার পর জরিমানার এই সিদ্ধান্তে পৌঁছেছে। এজিসিও তাদের ব্যাখ্যায় বলেছে, নিষিদ্ধ ইনডিউসমেন্ট চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এবং ইনডিউসমেন্ট চুক্তিতে উপনীত উৎপাদকদের কাছ থেকে ক্যানাবিস বিক্রি উৎসাহিত না করা পর্যন্ত ক্যানাবিস এক্সপ্রেস সনদধারী উৎপাদনের পণ্য মজুদে অস্বীকৃতি জানায়।
বিজনেস ইন্টেলিজেন্সের উদ্দেশে উপাত্ত বিক্রি চুক্তি হিসেবে সনদধারী অপারেটর অবৈধ লেনদেন গোপন করার চেষ্টা করে।