11 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

পহেলা বৈশাখ

পহেলা বৈশাখ

তিনশো পঁয়ষট্টি দিনের নির্যাসে বসন্ত-বর্ষার সন্ধিক্ষণে
চৈত্র সংক্রান্তি
আমরা যতটা ভালোবাসি বাংলাদেশের ঢোল,
কলকাতার দাদা-দিদিরাও
ততটা পান্তা-ইলিশের অংশ।

- Advertisement -

রমনা বটমূলের পহেলা বৈশাখ রফতানিমূলক সংস্কৃতি।
মনোমুগ্ধ মঙ্গলশোভা যাত্রার পর
ড্যানটোনিয়া পার্কে
অলিভিয়া চাও তুমিও অরুণা হায়দারের হাত ধরে কোমড় দুলিয়ে
আর একটু বাংলা নাচো,
জাস্টিন তুমিও তোমার শুভেচ্ছা বাণীতেবৈশাখে ছড়িয়ে দাও
বহুজাতিক রঙ, সর্বজনীন সৌরভ!

তোমাদের কপালে চন্দনের ফোঁটায় এঁকে দেবো বাঙালির বর্ণমালার চন্দ্রবিন্দু,
গলায় পরিয়ে দেবো সম্রাট আকবরীয় পোশাক ও পদক।

- Advertisement -

Related Articles

Latest Articles