9.2 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

চীনের সাবেক উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

চীনের সাবেক উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ - the Bengali Times

চীনের সাবেক উপপ্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ কমিটির সাবেক সদস্য ঝ্যাং গাওলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। দেশটির অন্যতম জনপ্রিয় টেনিস তারকা পেং শুয়াই সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এক পোস্টে এমন অভিযোগ করেন।

- Advertisement -

অভিযোগে তিনি জানান, আপনাদের কাছে বিশিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত একজনকে আমি চিনি। তিনি হলেন উপপ্রধানমন্ত্রী ঝ্যাং গাওলি। আপনারা হয়তো এটাকে আগুন নিয়ে খেলা বলবেন। কিন্তু আমি আপনাদের সত্যটা জানাব।

টেনিস খেলার জন্য ঝ্যাংয়ের বাড়িতে যাওয়ার পর প্রথমবার নিপীড়নের শিকার হই। ওই দিন বিকেলে আমি বাধ্য হয়েছিলাম। কান্না থামাতে পারছিলাম না। আপনি (ঝ্যাং গাওলি) আমাকে আপনার ঘরে নিয়ে গেলেন এবং (শারীরিক) সম্পর্ক তৈরিতে বাধ্য করলেন।

তবে এর কোনো প্রমাণ দিতে পারবেন না উল্লেখ করে পেং শুয়াই লেখেন, আমার কাছে কোনো প্রমাণ নেই এবং এর কোনো প্রমাণ রেখে যাওয়া অসম্ভব। আমার কাছে অডিও রেকর্ড বা ভিডিও ফুটেজ নেই। শুধু রয়েছে বিকৃত কিন্তু সত্যিকার এক অভিজ্ঞতা।

ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলেছে পেং শুয়াইয়ের এই পোস্ট। কমিউনিস্ট পার্টির দুর্নীতি সম্পর্কে যারা ধারণা রাখেন তাদের অনেকের মতে, কমিউনিস্ট পার্টি শীর্ষ স্থানীয় কোনো নেতার নামে যৌন হয়রানি কিংবা দুর্নীতির অভিযোগে অবাক করার মত কোনো বিষয় নয়। বরং ঝ্যাং গাওলিকে যদি পুরোপুরি ‘পরিষ্কার’ বলা হতো, সেটা হতো অবাক হওয়ার মত বিষয়।

- Advertisement -

Related Articles

Latest Articles