1.9 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ টি নথি গায়েব, ৪ কর্মচারী সাময়িক বহিষ্কার

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ টি নথি গায়েব, ৪ কর্মচারী সাময়িক বহিষ্কার - the Bengali Times

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ টি ফাইল চুরির ঘটনায় ৪ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

- Advertisement -

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের চার কর্মচারীকে চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। চিহ্নিত চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর অফিস সময়ে ক্রয় ও সংগ্রহ শাখা-২-এর একটি ফাইল কেবিনেটে ১৭টি নথি রাখা হয়। পরদিন দুপুরে কাজ করতে গিয়ে দেখা যায় ফাইলগুলো নেই। ওই দিনই এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডিতে বলা হয়, খোয়া যাওয়া নথিগুলোর মধ্যে রয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজসহ বেশ কয়েকটি মেডিক্যাল কলেজের কেনাকাটাসংক্রান্ত নথি, ইলেকট্রনিক ডেটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির তথ্য, নিপোর্টের কেনাকাটা, ট্রেনিং স্কুলের যানবাহন বরাদ্দ ও ক্রয়সংক্রান্ত নথি। এর বাইরেও নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের একাধিক প্রকল্পের নথি ছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles