14.3 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

বিয়ে না করেই ৮ মাস সংসার, অতঃপর…

বিয়ে না করেই ৮ মাস সংসার, অতঃপর… - the Bengali Times
প্রতীকী ছবি

 

টাঙ্গাইলের সখীপুরে বিয়ে না করেই স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাভাড়া নিয়ে ৮ মাস সংসার করার অভিযোগ উঠেছে এক কলেজছাত্রের বিরুদ্ধে। বিয়ের চাপ দিতেই পালিয়ে গেছেন জাকারিয়া ইসলাম রাব্বি নামের ওই শিক্ষার্থী। এদিকে বিয়ের দাবিতে গত দুইদিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা (১৯)।

- Advertisement -

সখিপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাহার্তা রামখা পাড়া এলাকার কটাবাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত রাব্বী ওই গ্রামের প্রবাসী লুৎফর রহমানের ছেলে। সরকারি মুজিব কলেজে থেকে এবার এইচএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।

অনশনকারী কলেজ ছাত্রীর দাবি, দেড় বছর আগে মোবাইল ফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর তারা সখিপুর পৌর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে ৮ মাস সংসার করেন। এখন বিয়ের জন্য চাপ দিতেই প্রেমিক পালিয়ে গেছেন।

এ ব্যাপারে কলেজ ছাত্রীর বাবা জানান, বিষয়টি আমাদের অজানা ছিল। এখন জানতে পেরেছি। তার মেয়েকে সামাজিকভাবে বিয়ে করে স্ত্রীর মর্যদা না দেওয়া হলে আইনের আশ্রয় নেবেন বলে জানান ওই কলেজছাত্রীর বাবা।

এ বিষয়ে প্রেমিকের দাদা আবদুর রহমান বলেন, ‘নাতি অন্যায় করেছে, মাতব্বরেরা যে ব্যবস্থা নেবেন, আমরা তা মেনে নেব।’

ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খলিলুর রহমান বলেন, ‘গত রাতে বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে নিয়ে বসা হয়। পরে ছেলে পক্ষের অনীহার কারণে নিষ্পত্তি সম্ভব হয়নি।’

বর্তমান কাউন্সিলর ফজলুর রহমান বলেন, ‘স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

- Advertisement -

Related Articles

Latest Articles