6.9 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

‘ভালোবাসতে ভাল্লাগছে না’ মিমির

‘ভালোবাসতে ভাল্লাগছে না’ মিমির - the Bengali Times
অভিনেত্রী মিমি চক্রবর্তী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাশাপাশি তিনি একজন রাজনীতিক। যাদবপুর কেন্দ্রের তৃণমূলের সংসদ সদস্য এ নায়িকা। এ দুটি পরিচয়েই দুই বাংলার দর্শক চেনেন মিমিকে। কিন্তু এই সাংসদ নায়িকা যে গানও করেন, তা হয়তো অনেকেরই অজানা।

সেই মিমি এবার গাইলেন বাংলাদেশি গান। সম্প্রতি গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতে ‘ভাল্লাগছে না’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার এই নায়িকা। যেটি প্রকাশ হয়েছে গত রোববার মিমির ইউটিউব চ্যানেলে।

- Advertisement -

গানটির কথা-‘জোর করে হাসতে ভাল্লাগছে না/ ভুল ভালোবাসতে ভাল্লাগছে না/ সব ভালো বলতে ভাল্লাগছে না…’।

মিমি বলেন, ‘এটা এমন একটি কথার গান, যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। নিজে তো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম।’

‘এটি ভক্তদের জন্য নতুন বছরের উপহার,’ বলেন তিনি।

তাপস বলেন, ‘মিমি যেমন ভালো অভিনেত্রী, ভালো মনের মানুষ, তেমনি গানটাও ভালো করেন। কলকাতায় গিয়ে আড্ডার ছলে গানটি তৈরি হয়।’

- Advertisement -

Related Articles

Latest Articles