16.1 C
Toronto
বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২

প্রতিটি মুহূর্ত জীবন উপভোগ করো নিজের মতো করে : শাবনূর

- Advertisement -
প্রতিটি মুহূর্ত জীবন উপভোগ করো নিজের মতো করে : শাবনূর - The Bengali Times
নায়িকা শাবনূর

 

ঢাকায় সিনেমার রোমান্টিক নায়িকা শাবনূর। চলচ্চিত্রে উপহার দিয়েছেন বেশ কিছু রোমান্টিক সিনেমা।যার প্রতিটি সিনেমায় ছিল ব্যবসা সফল। সাবলিল অভিনয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন খুব সহজেই।তবে একসময়ের ব্যস্ত ও জনিপ্রয় এই তারকা দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় রয়েছেন সরব।

আজ সোমবার (৮ নভেম্বর) শাবনূর ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন: ‘ছোট্ট এই জীবন আমাদের নিমেষেই ফুরিয়ে যাবে। তাই প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত উপভোগ করো নিজের মতো করে। পজিটিভ হও তাহলে সমস্ত কিছুতেই আনন্দ খুঁজে পাবে।’

বর্তমানে ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাবনূর।

২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন জনপ্রিয় এই নায়িকা।

শাবনূর ১৯৭৯ সালে যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম শারমিন নাহিদ নুপুর। পিতার নাম শাহজাহান চৌধুরী।তিন ভাই-বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি। বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই পরিবারসহ অস্ট্রেলিয়ায় বসবাস করেন।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles