1.9 C
Toronto
রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩

বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে তুলে নেওয়ার অভিযোগ

বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে তুলে নেওয়ার অভিযোগ
শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তার বোনের বাসা থেকে তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান।

পরিবারের অভিযোগ, তার বোনের ছেলেকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে।

- Advertisement -

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। রবিবার রাত সাড়ে ১২টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে শামসুজ্জামান দুদুর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। সঙ্গে দুদুর ভাগ্নে ব্যবসায়ী হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যায় পুলিশ।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলাল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ প্রায় ১৫ জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে ডিবি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে গত ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। ওই দিন এর পাল্টা কর্মসূচি হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ।

তবে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির কর্মীদের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হন। পরে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles