4 C
Toronto
বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩

বাসায় অভিযান চালিয়ে ডা. ফাতেমাকে নিয়ে গেছে ডিবি

বাসায় অভিযান চালিয়ে ডা. ফাতেমাকে নিয়ে গেছে ডিবি
<br >রাজশাহীর প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ফাতেমা সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে গেছে পুলিশ

রাজশাহীর প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ফাতেমা সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে গেছে পুলিশ। আরএমপির ডিবি পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহীর নগরীর বড়বনগ্রামের বাসা থেকে তুলে নিয়ে যায়। তাকে প্রথমে শাহমখদুম থানায় ও পরে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডা. ফামেতা সিদ্দিকা রাজশাহীস্থ একটি মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক। তিনি ওই মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত রোগী দেখেন।

- Advertisement -

পুলিশের দাবি ডা. ফাতেমা সিদ্দিকা জামায়াতের একজন ডোনার। তার বাসায় জামায়াতের গোপন মিটিং হচ্ছে এমন খবর ছিল পুলিশের কাছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৫টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহমখদুম থানার একদল পুলিশ বাড়িটির ভেতরে ঢোকেন। এরপর আরএমপির গোয়েন্দা শাখার কর্মকর্তা আসেন। কিছুক্ষণ অবস্থানের তারা পুলিশের গাড়িতে করে ডা. ফাতেমা সিদ্দিকাকে তুলে নিয়ে যায়।

এই বিষয়ে জানতে চাইলে আরএমপির গণমাধ্যম শাখার মুখপাত্র এডিসি জামিরুল ইসলাম বলেন, ডা. ফাতেমা সিদ্দিকাকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

ডা. ফাতেমা সিদ্দিকাকে তুলে নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী মহানগর জামায়াতের শূরা সদস্য অধ্যাপক মাজেদুর রহমান বলেন, শুনেছি ডা. ফাতেমা সিদ্দিকাকে পুলিশ নিয়ে গেছেন। কিন্তু কেন নিয়ে গেছেন সে বিষয়ে আমরা এখনো কিছু জানি না।

- Advertisement -

Related Articles

Latest Articles