9 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

ভারতের ট্রেন দুর্ঘটনায় ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ভারতের ট্রেন দুর্ঘটনায় ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যের বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত দুই বাংলাদেশিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের একজনের বাড়ি রাজশাহী এবং অন্যজনের বগুড়ায়। শনিবার কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -

শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বালেশ্বর স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৬১ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৯ শ’র বেশি যাত্রী। দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে কতজন বাংলাদেশি ছিলেন তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

উপহাইকমিশনের কর্মকর্তা জানান, রাজশাহীর রাসেল-উজ-জামান কলকাতার শালিমার থেকে চেন্নাই যাচ্ছিলেন। রাসেলের এক আত্মীয় কলকাতায় বাংলাদেশ কূটনৈতিক মিশনে ফোন করে রাসেলকে বালেশ্বর হাসপাতালে ভর্তির কথা জানান।

ওই আত্মীয়ের বরাত দিয়ে ডেপুটি হাইকমিশনের ওই কর্মকর্তা জানান, রাসেলকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল গভীর রাতে ওই আত্মীয়ের সঙ্গে রাসেলের টেলিফোনে যোগাযোগ হয়েছে। তবে তারপর আর কোনো যোগাযোগ হয়নি।

এদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় ‘নবান্ন’ কর্তৃক প্রকাশিত শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেসের আহত যাত্রীদের তালিকা থেকে হাবিবুর রহমান নামে আরও এক বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। ডেপুটি হাইকমিশনের ওই কর্মকর্তা জানান, হাবিবুর রহমানে বাড়ি বগুড়ায়। তাৎক্ষণিকভাবে তার বয়স জানা যায়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles