10.9 C
Toronto
মঙ্গলবার, মে ৬, ২০২৫

৫০ লাখ ডলার বিজয়ীকে খুঁজছে আটলান্টিক লটারি

৫০ লাখ ডলার বিজয়ীকে খুঁজছে আটলান্টিক লটারি - the Bengali Times
ছোট নিউ ব্রান্সউইকের লটারি প্লেয়ারদের তাদের টিকিট পরীক্ষা করার জন্য উৎসাহিত করা হচ্ছে কারণ সেখানকার একজনই ৫০ লাখ ডলার জিতেছেন

ছোট নিউ ব্রান্সউইকের লটারি প্লেয়ারদের তাদের টিকিট পরীক্ষা করার জন্য উৎসাহিত করা হচ্ছে। কারণ, সেখানকার একজনই ৫০ লাখ ডলার জিতেছেন।
রোববার সকালে করা এক টুইটে আটলান্টিক লটারি জানিয়েছে, ৫০ লাখ ডলার মূল্যমানের লোটো ৬৪/৯ টিকিট নিউ ব্রান্সউইকের রোথসেতে বিক্রি করা হয়েছিল।

সাড়ে সাত বছরের মধ্যে সর্ববৃহৎ ৬৪/৯ জ্যাকপট নিউ ব্রান্সউইকের গ্লুচেস্টার কাউন্টিতে গত ১৫ এপ্রিল বিক্রি করা হয়েছিল। টিকিটের মূল্য ৬ কোটি ৪০ লাখ ডলার।

- Advertisement -

কেউ এই অর্থ দাবি না করায় বিজয়ীকে খুজে পেতে আটলান্টিক লটারি আরেকটি ঘোষণা দেয়। গেমিং সংস্থাটি সর্বশেষ বিজয়ীর নাম এখন পর্যন্ত ঘোষণা করেনি।

- Advertisement -

Related Articles

Latest Articles