8.8 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

আরও বেশি বাড়ি নির্মাণ চান টরন্টোবাসী

আরও বেশি বাড়ি নির্মাণ চান টরন্টোবাসী - the Bengali Times
ন্যাশনাল এথনিক প্রেস ও মিডিয়া কাউন্সিল অব কানাডার জন্য পরিচালিত লিয়াসন স্ট্র্যাটেজির নতুন এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে আসন্ন মেয়র নির্বাচন ঘিরে বৃহত্তর সমীক্ষার দ্বিতীয় অংশ এটি

আরও বেশি সংখ্যক বাড়ি নির্মিত হোক এমনটাই চান টরন্টোবাসী। এজন্য কিছু প্রতিশ্রুতিও চান তারা। ন্যাশনাল এথনিক প্রেস ও মিডিয়া কাউন্সিল অব কানাডার জন্য পরিচালিত লিয়াসন স্ট্র্যাটেজির নতুন এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। আসন্ন মেয়র নির্বাচন ঘিরে বৃহত্তর সমীক্ষার দ্বিতীয় অংশ এট।
সমীক্ষার প্রথম অংশে ভোটারদের কাছে কাকে ভোট দেবেন সেই প্রশ্ন করা হয়েছিল। দ্বিতীয় অংশে আবাসন বিষয়ে একাধিক প্রশ্ন রাখা হয়েছে ভোটারদের সামনে। তাতে ৬৯ শতাংশ ভোটার নগরীতে আরও বেশি সংখ্যক বাড়ি নির্মাণের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। আরেক প্রশ্নে ৪৫ শতাংশ টরন্টোবাসী টরন্টো নেবারহুডের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার পক্ষে মত দিয়েছেন।

লিয়াসন স্ট্র্যাটেজির প্রিন্সিপাল ডেভিড ভ্যালেন্টিন এক বিবৃতিতে বলেছেন, তবে অধিক সংখ্যক বাড়ি নাকি নেবারহুডের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা কোনটিকে তারা বেশি প্রাধান্য দিতে চান? এই প্রশ্নের উত্তরে অধিক সংখ্যক বাড়ি নির্মাণকেই বেশি প্রাধান্য দেওয়ার কথা বেশিরভাগ টরন্টোবাসী। তাদের হার নেবারহুডের বৈশিষ্ট্য অক্ষুণœ রাখার পক্ষের ব্যক্তিদের চেয়ে ৪০ শতাংশীয় পয়েন্ট বেশি।

- Advertisement -

সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৫৮ শতাংশ টরন্টোবাসী বলেছেন, টরন্টোর নেবারহুডগুলোর বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার চেয়ে বেশি সংখ্যক বাড়ি নির্মাণ বেশি জরুরি। এর বিপরীত মত দিয়েছেন ১৮ শতাংশ টরন্টোবাসী। ট্রানজিট করিডোরের কাছে উন্নয়নের মাধ্যমে অধিক সংখ্যক বাড়ি নির্মাণের পক্ষে তাদের মতামত তুলে ধরেছেন সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৬১ শতাংশ টরন্টোবাসী। এর ধারণার বিরোধীতা করেছেন ২০ শতাংশ। আর নিরপেক্ষ অবস্থানে থেকেছেন সমীক্ষায় অংশ নেওয়া ১০ শতাংশ টরন্টোবাসী। এ ব্যাপারে নিশ্চিত নয় বলে জানান বাকি ৯ শতাংশ।
১ হাজার ২৫৭ রজন টরন্টোবাসীর ওপর ৫ থেকে ৬ মে সমীক্ষাটি চালানো হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles