14 C
Toronto
বৃহস্পতিবার, সেপ্টেম্বর 28, 2023

পোশাকের জন্য চা খেতে ঝামেলা, উরফির কাণ্ডে হাসছেন সবাই

পোশাকের জন্য চা খেতে ঝামেলা, উরফির কাণ্ডে হাসছেন সবাই
ছবি ভিডিও থেকে নেওয়া

অদ্ভুত পোশাকের কারণে বরাবরই আলোচনায় থাকেন উরফি জাভেদ। নিত্য নতুন স্টাইলে খোলামেলা পোশাকে সবাইকে চমক লাগিয়ে দিতে নানান কৌশল থাকে তার। তবে এমন সব অদ্ভুত পোশাকের কারণে মাঝে মধ্যে ঝামেলাতে পড়েন এই তারকা। এবার পোশাকের জন্য চা খেতে গিয়ে বিড়ম্বনায় পড়েন উরফি!

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সম্প্রতি এই তারকা নতুন একটি উদ্ভট পোশাক পড়ে বাইরে আসেন। আর সেই পোশাকের কারণে চা খেতে গিয়ে পড়েন মহা বিপদে। কিছুতেই গ্লাস থেকে চা পান করতে পারছিলেন না তিনি।

- Advertisement -

সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ নিজের ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও পোস্ট করে উরফি লেখেন ‘যখন চা খাওয়া বেশি জরুরি হয়’। এই ভিডিও-তে দেখা যায়, তিনি একটি গাড়িতে বসে আছেন। তার মুখের সামনে ব্যারিকেড দেওয়া। এ এক অদ্ভুত পোশাক। আর এই পোশাকের জন্যই তার চা খেতে অসুবিধা হয়েছে বলে জানান তিনি। যদিও শেষ পর্যন্ত একটা উপায় খুঁজে নেন চা পান করার জন্য।

ভিডিও-তে দেখা যাচ্ছে তিনি যখন ওই ব্যারিকেডের সামনে দিয়ে চা খেতে পারছেন না তখন ঘাড় ঘুরিয়ে ব্যারিকেডের সাইড থেকে চা পান করছেন।

মাত্র কয়েক ঘণ্টায় লাখ লাখ ভিউ হয়ে যায় এই ভিডিও-তে। রীতিমত ভাইরাল হয়ে যায় সেটি। একাধিক ইনস্টাগ্রাম ব্যবহারকারী তার এই পোস্টে নিজেদের নানা মতামত জানিয়েছেন।

এক ব্যক্তি তার এই পোস্টে লিখেছেন, ‘স্ট্রর আবিষ্কার তো এটার জন্যই হয়েছিল’।

আরেক ব্যক্তি লেখেন, ‘এভাবেই সবাইকে বিনোদন দিতে থাকুন’।

অনেকেই তার এই পোস্টে নানান ধরণের মজার মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, নানা কারণে সব সময়ই চর্চায় উঠে আসেন ভারতীয় এই মডেল। মূলত তার বক্তব্য এবং পোশাকের জন্য আলোচনায় থাকেন তিনি। কিছুদিন আগে মাধুরী দীক্ষিতের একটি শো নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, সেখানে নাকি তাকে নিমন্ত্রণ করেও শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হয়। তাকে যেতে বারণ করা হয় সেই শো তে।

উল্লেখ্য, কখনো দড়ি, কখনো লতাপাতা আবার কখনো নামমাত্র কাপড় দিয়ে নিজের লজ্জা নিবারণ করে প্রকাশ্যে আসেন ভারতের এ ব্যতিক্রমী মডেল। নিত্য নতুন স্টাইলে খোলামেলা এসব পোশাকের কারণে নানান সমস্যায়ও পড়েন অভিনেত্রী। এমনকি অদ্ভুত সব পোশাকের কারণে ধর্ষণ, খুনের হুমকিও পেয়েছেন উরফি।

- Advertisement -

Related Articles

Latest Articles