6.3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে উদীচী শিল্পী গোষ্ঠী অব ক্যানাডার সভা

সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে উদীচী শিল্পী গোষ্ঠী অব ক্যানাডার সভা - the Bengali Times
“জাগো মানুষ,রুখে দাও সাম্প্রদায়িক সন্ত্রাস” একই শ্লোগান কণ্ঠে নিয়ে উদীচী শিল্পী গোষ্ঠী অব ক্যানাডা সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গত ২৪ অক্টোবর রবিবার স্থানীয় গোল্ডেন এইজ সেন্টার-৩০০০ ডেনফোর্থ এভিন্যুতে এক প্রতিবাদ সভার আয়োজন করে। অনুষ্ঠানে বারটির উপর সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন অংশ নিয়ে এর প্রতিকারে প্রধান অতিথি সহ সবাই ৭২ এর সংবিধানে ফিরে যাওয়াকেই সমাধানের পথ হিসাবে মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথি ছিলেন প্রিয় কবি আসাদ চৌধুরী, বিশেষ অতিথি – বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী লিলি ইসলাম।
সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে উদীচী শিল্পী গোষ্ঠী অব ক্যানাডার সভা - the Bengali Times
বক্তব্য রাখেন কানাডা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, বাচনিক এর বিশিষ্ট সংগঠক মেরী রাশেদীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ফখরুল ইসলাম মিলন, এবাকন এর সাবেক সাধারণ সম্পাদক মহাম্মদ আবুল বাশার, বঙ্গবন্ধু পরিষদ এর সাধারণ সম্পাদক ফারহানা শান্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর সাবেক সাধারণ সম্পাদক আজিম উদ্দিন আহমেদ, কানাডা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশান এর নওশের আলী, অন্টারিও আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক লিটন মাসুদ, অন্য থিয়েটার/স্বর এর আহমেদ হোসেন, নাট্য ও সাংস্কৃতিক কর্মী মাহমুদুল ইসলাম সেলিম, নুতন দেশ এর সম্পাদক সাওগাত আলী সাগর, ব্যারিস্টার রিজুয়ান রহমান, বাচিক শিল্পী হিমাদ্রী রায়, উদীচী শিল্পী গোষ্ঠীর ইভা নাগ, নাওরোজ ইত্তেলা ও সুমন সাইয়েদ। সঞ্চালনায় ছিলেন কামরান করিম। সভাপতিত্ব করেন সহ সভাপতি রাশিদা এলাহি।
অতিথি লিলি ইসলাম এর সঙ্গীত পরিবেশনার সাথে জ্যাকুলীন রোজারিওর সঞ্চালনায় উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডা প্রতিবাদী আবৃত্তি ও গণসংগীতএর মাধ্যমে অনুষ্ঠান শেষ করে। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Related Articles

Latest Articles