9.2 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আগের চেয়ে ডলারের দাম বেশি পাবেন রপ্তানিকারকরা

আগের চেয়ে ডলারের দাম বেশি পাবেন রপ্তানিকারকরা

রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম আবারও বাড়ানো হয়েছে। এর ফলে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে ১০৫ টাকা পাবেন, যা এখন ১০৪ টাকা পাচ্ছেন। আগামী রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

- Advertisement -

গতকাল বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) নেতারা ভার্চ্যুয়ালি সভা করেন। সেখানে রপ্তানিকারকদের জন্য ডলারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেন তারা। এর আগে গত মাসেও এ দাম বেড়েছিল।

এদিকে, প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম আগের মতোই ১০৭ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আর আমদানি দায় মেটানোর জন্য ডলারের দাম কত হবে, সেটা সভায় নির্ধারণ হয়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে সংকট না কাটলে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়।

পরে এ দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদার ওপর। এরপর থেকে এই দুই সংগঠন রপ্তানি ও প্রবাসী আয় এবং আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে আসছে।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles