1.6 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

চট্টগ্রামে এসে নিখোঁজ চীনা জাহাজের প্রধান প্রকৌশলী

চট্টগ্রামে এসে নিখোঁজ চীনা জাহাজের প্রধান প্রকৌশলী

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে দুর্ঘটনার কবলে পড়ে চীনের পতাকাবাহী জাহাজের প্রধান প্রকৌশলী নিখোঁজ হয়েছেন। পণ্যবাহী ‘এমভি ক্যাং হুয়ান’ নামের বাল্ক জাহাজের বাকি ১৫ নাবিক লাইফবোটের মাধ্যমে প্রাণে রক্ষা পেয়েছেন।

- Advertisement -

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাংকরেজে এ ঘটনা ঘটে। নিখোঁজ প্রধান প্রকৌশলী জ্যাং মিংইয়ানকে (৪১) উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ। তবে আজ বুধবার রাত ৮টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক আমাদের সময়কে বলেন, গতকাল বিকেলে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। ঘটনার পর বিকেল সাড়ে ৫টায় জাহাজটির স্থানীয় এজেন্ট জানায়, ১৫ নাবিক লাইফবোটের মাধ্যমে জীবন রক্ষা করেন। পরে তারা জাহাজে ওঠেন। রাতে প্রধান প্রকৌশলী নিখোঁজের বিষয়টি জানা যায়। এরপর কোস্টগার্ড ও বন্দরের নিজস্ব ক্রাফটের সাহায্যে উদ্ধার তৎপরতা চালানো হয়।

গত ১৮ মার্চ সংযুক্ত আরব আমিরাতের মিনা এসএকিউআর বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌছে ‘এমভি ক্যাং হুয়ান’ জাহাজটি। নিখোঁজ প্রধান প্রকৌশলী জ্যাং মিংইয়ানকে গত বছরের ২৬ ডিসেম্বর জাহাজে যোগ দেন।

- Advertisement -

Related Articles

Latest Articles