6.3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ফোনের চার্জ দ্রুত শেষ হলে করণীয়

ফোনের চার্জ দ্রুত শেষ হলে করণীয়

ফোনে চার্জ দিতে না দিতেই শেষ হয়ে যায়‌, বেশিক্ষণ চার্জ থাকেই না‌।‌ কেন এমন হচ্ছে বুঝতে পারছেন না। তাহলে সমস্যার সমাধান করবেন কীভাবে।

- Advertisement -

চলুন জেনে নেই এ সমস্যার কারণ এবং সমাধানের উপায়-

ব্যাটারি দুর্বল :
দীর্ঘদিন ধরে ফোন ব্যবহার করলে ফোনের ব্যাটারি দুর্বল হয়ে যায়। ফোনের ব্যাটারি দুর্বল হলে চার্জ বেশিক্ষণ ধরে রাখতে পারে না।

অ্যাপ খোলা :
ফোনে একসঙ্গে অনেকগুলো অ্যাপ খোলা থাকলে এমন হয়। যে অ্যাপ ব্যবহার করছেন, সেটি ছাড়াও আগে খোলা অ্যাপগুলো ফোনের চার্জ খায়। তাই অ্যাপ ব্যবহার শেষ হলে র‌্যাম পরিষ্কার করে নিন।

আরও পড়ুন :: পোশাক থেকে গৃহস্থালি পরিচ্ছন্নতায় লবণের ব্যতিক্রমী ব্যবহার

ফোন স্ক্রিন অফ টাইম :
স্ক্রিনের আলো নিভে যাওয়ার সময় বাড়িয়ে রেখেছেন? তাতেই বেরিয়ে যাচ্ছে সব চার্জ। এই সময় বাড়িয়ে রাখলে ফোন দেরিতে বন্ধ হয়। ততক্ষণ আলো শুষে নেয় সব চার্জ।

ফোনে অনেক অ্যাপ :
অনেকের ফোনে প্রচুর অ্যাপ ইনসটল করা থাকে। হয়তো অতগুলো অ্যাপ আপনি ব্যবহারই করেন না। বেশি অ্যাপ থাকলে ফোন ধীরে ধীরে কাজ করে। চার্জও খায় অনেক।

ফোনের আলো :
ফোনের আলো পুরোটা বাড়ানো হলে কমে যায় চার্জ। ফোনের আলো খুব দ্রুত চার্জ টেনে নেয়।

- Advertisement -

Related Articles

Latest Articles