8.4 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ইউটিউবে জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচারের দায়ে আটক প্রত্যয় হিরণ

ইউটিউবে জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচারের দায়ে আটক প্রত্যয় হিরণ

জুয়ার প্রচারণার দায়ে ইউটিউবার প্রত্যয় হিরণকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার সঙ্গে দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

গ্রেপ্তারকৃত বাকি দুজন হলেন রায়হান সরকার বিশাল ও আবদুল হামিদ। তাদের কাছ থেকে তিনটি মোবাইল, তিনটি সিম, একটি ট্যাব ও একটি হার্ডডিস্ক জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করে ইউটিউব ভিডিও বানাতেন তারা। এজেন্টের মাধ্যমে তারা বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপনও চালাতেন। এ নিয়ে রমনা থানায় একটি মামলা করে পুলিশ। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি বলছে, প্রত্যয় হিরণ জুয়ার সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেক্সের প্রচারণা চালাতেন। এ জন্য প্রতি ভিডিওতে তিনি নিতেন এক লাখ ১০ হাজার টাকা।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও’র ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। বিশেষ করে ইউটিউব-ফেসবুকের ভিডিওতে নতুন এ ধারার প্রচলন শুরু হয়েছে। এর মাধ্যমে জুয়ার বিজ্ঞাপনও প্রচার করছেন অনেকে। এরমধ্যে ‘আজাইরা লিমিটেড’ নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে। যাদের সাবস্ক্রাইবার প্রায় সাড়ে চার মিলিয়ন।

- Advertisement -

Related Articles

Latest Articles