3.5 C
Toronto
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

‘আমার বিভিন্ন স্পর্শকাতর স্থানে আঘাত করত’

‘আমার বিভিন্ন স্পর্শকাতর স্থানে আঘাত করত’
বলিউড অভিনেত্রী ফ্লোরা সাইনি

ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ফ্লোরা সাইনি। সম্প্রতি প্রাক্তন প্রেমিক প্রযোজকের বিরুদ্ধে মুখ খোলেন এই অভিনেত্রী। তার অভিযোগ, তাকে মারধর করা হতো, তার গোপনাঙ্গ ও মুখে ঘুষি মারা হতো।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করে তার ব্যক্তিগত জীবনের ভয়ঙ্কর অধ্যায় সবার সামনে আনলেন। নিজের ব্যক্তিগত জীবনের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ফ্লোরা।

- Advertisement -

ভিডিওতে তিনি বলেন, তার প্রাক্তন প্রেমিক গৌরাঙ্গ দোশী টানা ১৪ মাস তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করেছিল। আমার মুখে, গোপনাঙ্গে ঘুষি মারত। আমার ফোন কেড়ে নিতো, বাধ্য করতো কাজ ছেড়ে দিতে। একদিন আমার পেটে সজোরে ঘুষি মারে। ব্যস, সেদিন আমি পালিয়ে আসি।’

এমনই ভয়ঙ্কর এবং ভয়াবহ অভিযোগ করেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমন কথাই জানান তিনি। আর তাতেই রীতিমত হইচই পড়ে যায়। ফ্লোরা জানান, তিনি তার মা-বাবার কাছে ফিরে যান। অনেক সময় লেগেছিল তার এই ট্রমা থেকে বেরিয়ে আসতে।

উল্লেখ্য, তেলেগু সিনেমা ‘প্রেম কসম’ দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন ফ্লোরা। ইতোমধ্যে ৫০টিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ’৩৬ ফার্মহাউস’ ছবিতে। হিন্দির পাশাপাশি কন্নড়, তামিল ও তেলেগু ভাষার সিনেমাতেও নিয়মিত এই অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles