-0.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

ছোট ব্যবসার সিংহভাগের বিক্রি স্বাভাবিক অবস্থায় ফেরেনি

ছোট ব্যবসার সিংহভাগের বিক্রি স্বাভাবিক অবস্থায় ফেরেনি - the Bengali Times
দ্য কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেস এক বিবৃতিতে বলেছে, ২০২০ সালের মার্চে মহামারি শুরু হওয়ার পর সেপ্টেম্বরে আস্থা সবচেয়ে বেশি কমেছে। আবাস ও নির্মাণ খাতের অর্থনৈতিক কর্মকা- নিয়ে স্বল্পমেয়াদি যে প্রত্যাশা ছিল তা হোচট খেয়েছে

কানাডায় ছোট ব্যবসাগুলোর সিংহভাগের বিক্রি স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এর পরিপ্রেক্ষিতে এ মাসে শেষ হতে যাওয়া মজুরি ও ভাড়ায় সরকারের সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি। জুনের শেষ দিকে যে ফেডারেল বাজেট বিল পাস হয়েছে তাতে ২০ নভেম্বর পর্যন্ত এ সহায়তা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। আরও কয়েক সপ্তাহ সহায়তার জন্য লিবারেলদের সংসদের অনুমোদন নিতে হবে।

এদিকে, মহামারির সংক্রান্ত ফেডারেল সহায়তার ভ্যাগ্য নিয়ে অনিশ্চয়তা কোম্পানির আর্থিক ভবিষ্যৎ নিয়ে উদ্যোক্তাদের মধ্যে অনাস্থা তৈরি করছে বলে জানিয়েছে হাজারো ছোট ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী সংগঠন দ্য কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেস। বিষয়টি বিবেচনায় নিয়ে দুর্বল কোম্পানিগুলোতে আরও সহায়তা দিতে লিবারেলদের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি।

- Advertisement -

দ্য কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেস এক বিবৃতিতে বলেছে, ২০২০ সালের মার্চে মহামারি শুরু হওয়ার পর সেপ্টেম্বরে আস্থা সবচেয়ে বেশি কমেছে। আবাস ও নির্মাণ খাতের অর্থনৈতিক কর্মকা- নিয়ে স্বল্পমেয়াদি যে প্রত্যাশা ছিল তা হোচট খেয়েছে। তবে আগামী বছর সবচেয়ে খারাপ পরিস্থিতি প্রত্যাশা করা হচ্ছে খুচরা ব্যবসা ও কৃষিতে।

দ্য কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেসের প্রেসিডেন্ট ড্যান কেলি বলেন, সহায়তা মেয়াদ শেষ হয়ে আসায় ছোট ব্যবসার মালিকরা আতঙ্কের মধ্যে রয়েছেন। লিবারেলদের কাছ থেকে এ নিয়ে ইতিবাচক কিছু প্রত্যাশা করছেন তারা। আমরাও চাই ভর্তৃকি সুবিধার সমাপ্তি হোক। কারণ, এগুলো অত্যন্ত ব্যয়বহুল।

- Advertisement -

Related Articles

Latest Articles