8.3 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

লং-টার্ম কেয়ার হোমগুলোর জন্য তহবিল ঘোষণা

লং-টার্ম কেয়ার হোমগুলোর জন্য তহবিল ঘোষণা - the Bengali Times
অন্টারিওর লং-টার্ম কেয়ার বিষয়ক মন্ত্রী রড ফিলিপস বলেন, আগামী বছরের মার্চের মধ্যে লং-টার্ম কেয়ার হোমে ৪ হাজার ৫০ জন কর্মী নিয়োগের জন্য ২৭ কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার

অন্টারিওর লং-টার্ম কেয়ার বিষয়ক মন্ত্রী রড ফিলিপস বলেছেন, আগামী বছরের মার্চের মধ্যে লং-টার্ম কেয়ার হোমে ৪ হাজার ৫০ জন কর্মী নিয়োগের জন্য ২৭ কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। এ বিনিয়োগের ফলে কেয়ার হোমগুলো তাদের চাহিদা অনুযায়ী কর্মী নিয়োগ ও তাদের ধরে রাখতে সক্ষম হবে। এর মধ্য দিয়ে কর্মী পরিকল্পনায় প্রাত্যহিক সরাসরি সেবার বার্ষিক যে লক্ষ্য ধরা হয়েছে তা অর্জন করা সম্ভব হবে। প্রদেশের লং-টার্ম কেয়ার হোম পরিচালনাকারীরা এ ঘোষণাকে স্বাগত জানালেও কর্মীরা বলছেন, এ খাতে কাজের পরিবেশ উন্নয়নে আরও বেশি কিছু করতে হবে।

২০২৫ সালের মধ্যে লং-টার্ম কেয়ার হোমের বাসিন্দাদের দৈনিক গড়ে চার ঘণ্টা সরাসরি সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে অন্টারিওর প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ সরকার। এজন্য এ খাতে আরও বেশি কর্মী নিয়োগেরও ঘোষণা দেওয়া হয় এর আগে।

- Advertisement -

টরন্টোতে এক সংবাদ সম্মেলনে রড ফিলিপস বলেন, দৈনিক চার ঘণ্টা সরাসরি সেবাকে আইনে পরিণত করতে এই হেমন্তে এ সংক্রান্ত একটি আইন আনা হবে। বুধবার যে তহবিল ঘোষণা করা হয়েছে তা স্বল্পমেয়াদে আগামী মার্চের মধ্যে লং-টার্ম কেয়ার হোমের বাসিন্দাদের সরাসরি সেবাকে দৈনিক তিন ঘণ্টায় উন্নীত করার আশা করা হচ্ছে। আগামী মাস থেকেই লং-টার্ম কেয়ার হোমগুলোতে তহবিলের জোগান দেওয়া শুরু হবে এবং তহবিল সঠিকভাবে ব্যয় হয়েছে কিনা প্রদেশের পক্ষ থেকে তা নিরীক্ষা করে দেখা হবে।

লং-টার্ম কেয়ার হোমের প্রত্যেক বাসিন্দাকে দৈনিক চার ঘণ্টা সরাসরি সেবা দেওয়ার ঐতিহাসিক যে অঙ্গীকার তা পূরণে এ তহবিল গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে অন্টারিও লং-টার্ম কেয়ার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডোনা ডানকান বলেন, এ খাতের উন্নয়নে লং-টার্ম কেয়ার হোমগুলো, সরকার, শ্রম ও শিক্ষা গ্রুপগুলোকে অবশ্যই জরুরিভিত্তিতে কাজ করতে হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles