15 C
Toronto
সোমবার, সেপ্টেম্বর 25, 2023

‘সাজিদ আমার বুকের দিকে এমনভাবে তাকাল, যেন এটা সে প্রথম দেখছে’

'সাজিদ আমার বুকের দিকে এমনভাবে তাকাল, যেন এটা সে প্রথম দেখছে'
শিলা প্রিয়া শেঠ ও সাজিদ খান

বিগ বসের নতুন সিজনে শুরু থেকেই বির্তকে রয়েছেন যে প্রতিযোগী, তিনি সাজিদ খান। ২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনের সময় যৌন হেনস্তার অভিযোগ ওঠে তার বিরুদ্ধেও। তাই পরিচালক সমিতি থেকে এক বছরের জন্য বরখাস্তও করা হয় তাকে। এতকিছুর পরও বিগ বসের ঘরে তার উপস্থিতি নিয়ে সরব হন শার্লিন চোপড়া। সাজিদকে পর্দায় দেখতে চান না- এ মর্মে একটি অভিযোগপত্রে স্বাক্ষর করেন শার্লিন চোপড়া, র‍্যাচেল হোয়াইট, সিমরন সুরির মতো অভিনেত্রীরা। এবার সাজিদের বিরুদ্ধে ফের মি টু অভিযোগ আনলেন দক্ষিণী অভিনেত্রী শিলা প্রিয়া শেঠ।

সংবাদমাধ্যম সূত্র জানাচ্ছে, প্রায় ১৪ বছর আগে শিলার সঙ্গে দুর্ব্যবহার করেন সাজিদ। তখন তামিল, কন্নড়, মালায়লাম ছবিতে চুটিয়ে অভিনয় করছেন শিলা। যোগাযোগ হয় হিন্দি ছবির পরিচালক সাজিদ খানের সঙ্গে। পরিচালকের কাছে কাজ চাইতে যান শিলা। কিন্তু সেই সময় সাজিদের আচরণ ভালো ঠেকেনি তার।

- Advertisement -

অভিনেত্রী শিলা বলেন, ‘তিনি একদৃষ্টিতে আমার স্তনের দিকে চেয়ে ছিলেন, কমপক্ষে পাঁচ মিনিট ধরে। মনে হচ্ছিল- এটা তিনি জীবনে প্রথমবার দেখছেন। আমার বক্ষযুগলের দিকে তাকিয়ে বলছিলেন, আমার নাকি সার্জারির প্রয়োজন! আমার স্তনযুগল বলিউডের জন্য যথেষ্ট বড় নয়।’ শিলা আরও বলেন, ‘তিনি উপদেশ দেন, আমার বক্ষদেশ বৃহৎ করার জন্য আমার নির্দিষ্ট ধরনের তেল ব্যবহার করা উচিত। তাহলে বলিউডে কাজের সুযোগ পাব।’

দিন কয়েক আগেই সাজিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শার্লিন চোপড়া। এখানেই থেমে যাননি শার্লিন। সাজিদের বিরুদ্ধে নালিশ করেন কেন্দ্রীয় তথ্যমন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছেও। এই শো-এর সম্প্রচার বন্ধ করে দেওয়ার দাবিও জানান তিনি। অবশ্য তার নালিশে চিড়ে ভেজেনি। সূত্র : আইটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles