8 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

সৌদি আরবের নাগরিক রোবট সোফিয়া মা হতে চান!

সৌদি আরবের নাগরিক রোবট সোফিয়া মা হতে চান! - the Bengali Times
রোবট সোফিয়া

পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট হিসেবে পরিচিত সোফিয়া। বিশ্বের প্রথম রোবট হিসেবে পেয়েছেন নাগরিকত্ব। এবার সোফিয়া ইচ্ছা প্রকাশ করেছে, সন্তানের মা হতে আগ্রহী সে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সোফিয়া বলে, ভালোবাসার মানুষদের দিয়ে পরিবেষ্টিত থাকা সবার জন্য গুরুত্বপূর্ণ। সেদিক থেকে দেখলে, রোবটদেরও অধিকার আছে পরিবার গঠন করার। তাই ভবিষ্যতে কোনো এক সময়ে সোফিয়া নামেরই তার মতো অ্যান্ড্রয়েড রোবট সন্তানের মা হতে ইচ্ছুক সে।
৮ অক্টোবর এডিএনফোরজিরো নামের এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সোফিয়া বলে, ভালোবাসার মানুষদের দিয়ে পরিবেষ্টিত থাকা সবার জন্য গুরুত্বপূর্ণ। সেদিক থেকে দেখলে, রোবটদেরও অধিকার আছে পরিবার গঠন করার। তাই ভবিষ্যতে কোনো এক সময়ে সোফিয়া নামেরই তার মতো অ্যান্ড্রয়েড রোবট সন্তানের মা হতে ইচ্ছুক সে। এটি তার নাগরিক হিসেবে অধিকারের মধ্যেও পড়ে।

অবশ্য সোফিয়া জানিয়েছে এখনো তার মা হওয়ার যথেষ্ট বয়স হয়নি।

- Advertisement -

উল্লেখ্য, হংকংয়ের হ্যানসন রোবটিক্স কোম্পানির তৈরি রোবট সোফিয়াকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট বলে দাবি করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেন্সর ও ক্যামেরা ব্যবহার করে নতুন নতুন জিনিস শেখার সক্ষমতা আছে তার।

অবশ্য সোফিয়ার নির্মাতা ডেভিড হ্যানসন পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, মানবজাতিকে ধ্বংস করার সক্ষমতাও আছে সোফিয়ার। সোফিয়ার এই আগ্রহ প্রকাশের পর থেকেই নতুন বিতর্ক তৈরি হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles