1.6 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

রিমান্ডে সাবেক এমপি সুলতানা

রিমান্ডে সাবেক এমপি সুলতানা
<br >সুলতানা আহমেদ ফাইল ছবি

সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য এবং মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ রবিবার দুপুরে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত। তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম।

- Advertisement -

এর আগে আজ রাজধানীর টিকাটুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র‌্যাব -৩ এর সদস্যরা। তার আগে সকালে রাজধানীর পল্টন থানায় ওই মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বরিশালের সমাবেশ শেষ করে লঞ্চ করে ঢাকা ফেরেন। রবিবার সকালে সদরঘাটে লঞ্চ থেকে নেমে বাসায় আসার পথে টিকাটুলী এলাকায় র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন। সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদের কাছে থেকে এটা নিশ্চিত হয়েছি।

- Advertisement -

Related Articles

Latest Articles