23.8 C
Toronto
বুধবার, মে ২২, ২০২৪

বিশ্বাসঘাতকতা করায় অক্ষয়কে বিয়ে করিনি: রবীনা

বিশ্বাসঘাতকতা করায় অক্ষয়কে বিয়ে করিনি: রবীনা

নব্বই দশকের জনপ্রিয় জুটি ছিল অক্ষয় কুমার-রবীনা ট্যান্ডন। অক্ষয়ের সঙ্গে বলিউডের একাধিক সিনেমাতে অভিনয় করেছেন রাভিনা। কাজ করতে গিয়ে আক্কির সঙ্গে তার সম্পর্ক গভীর হতে থাকে। ১৯৯৪ সালে ‘মোহরা’ সিনেমার শুটিং চলাকালীন অক্ষয়ের সঙ্গে রবীনার ঘনিষ্ঠতা বাড়ে।

- Advertisement -

সে সময় তাদের সম্পর্কটা ছিল ‘ওপেন সিক্রেট’। গুঞ্জন রটে, তারা নাকি বাগদানও সেরে ফেলেছিলেন। কিন্তু এতদূর এগিয়েও শেষ পর্যন্ত কেন ভেঙে গেল অক্ষয়-রবীনার সম্পর্ক? তাবে রবীনার অভিযোগ ভিন্ন। সে সময় তিনি ছাড়া আরও তিন-চারজন নায়িকার সঙ্গে অক্ষয়ের অন্তরঙ্গতা তৈরি হয়েছিল বলে জানান তিনি।

বিভিন্ন সাক্ষাৎকারে অক্ষয়ের সঙ্গে তার সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুলেছেন রবীনা। তিনি বলেছেন, ‘অক্ষয় আমার সঙ্গে একাধিকবার বিশ্বাসঘাতকতা করেছে। তাই তাকে বিয়ে করিনি।’ তিনি অক্ষয়কে বহুবার ক্ষমা করে দেয়ার দাবি জানান। কিন্তু বারবার একই ঘটনা ঘটাতে থাকেন বলিউডের ‘খিলাড়ি’।

এতে তার আত্মসম্মানে আঘাত লাগে। যে কারণে তিনি সে সময় এই সম্পর্ক টিকিয়ে না রেখে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসাই উচিত বলে মনে করেছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles