17.1 C
Toronto
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪

নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই উরফির বিরুদ্ধে থানায় অভিযোগ

নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই উরফির বিরুদ্ধে থানায় অভিযোগ
যৌন উত্তেজক ছবি বা ভিডিও প্রকাশ করার জন্য বলিউড অভিনেত্রী উরফি জাভেদের বিরুদ্ধে এবার বেনামে অভিযোগ করা হয়েছে দিল্লিতে

বৈদ্যুতিক মাধ্যমে অশালীন বা যৌন উত্তেজক ছবি বা ভিডিও প্রকাশ করার জন্য বলিউড অভিনেত্রী উরফি জাভেদের বিরুদ্ধে এবার বেনামে অভিযোগ করা হয়েছে দিল্লিতে।

২৩ অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

- Advertisement -

সূত্রের খবর, ১১ অক্টোবর প্রকাশ্যে এসেছে উরফির নতুন গানের ভিডিও ‘হায় হায় ইয়ে মজবুরি’। নাভির অনেকটা নিচে শাড়ির কুঁচি শুরু। লাল টুকটুকে কাঁচুলি থেকে যেন খুলে খুলে পড়ছে ফুল। সরু আঁচল বুকের মাঝখান দিয়ে চলে গিয়েছে। বৃষ্টিতে ভিজে সপসপে হয়ে নেচে চলেছেন তারকা। এই ভিডিও করেই সমস্যায় পড়েন অভিনেত্রী।

প্রসঙ্গত, এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় সামাজিক মাধ্যমে। এ নিয়ে উরফিকে এক হাত নেন দর্শকের একাংশ।

কেউ কেউ উরফিকে বলেন, ‘মহিলার শরীর ঈশ্বরের উপহার। তাই এ ভাবে নগ্ন হয়ে সকলকে দেখাতে পারেন না আপনি।’

উরফির নিন্দা করে কেউ আবার লিখেছেন, ‘নিজেকে আর নিচে নামিয়ো না। ন্যূনতম সম্মান তো বজায় রাখো।’

এই সাহসী ভিডিও ঘিরে নেটজগতে তোলপাড় হতেই আসরে নামেন স্বয়ং উরফি। এত কটাক্ষ, আক্রমণেও তিনি যে নিজের অবস্থানে অনড় রয়েছেন, সেই বার্তাই স্পষ্ট করেন অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles