2.2 C
Toronto
শনিবার, ডিসেম্বর ৩, ২০২২

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন
শবনম বুবলী। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্গে ক্যারিয়ার শুরু করে আলোচনায় আসেন। এরপর বিয়ে, সন্তান, বিচ্ছেদের গুঞ্জনে আলোচনায় এ নায়িকা।

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুবলী নিজেই জানিয়েছিলেন, শাকিব খানের সঙ্গে তার বিয়ের দিন-তারিখ। সন্তানের ছবি প্রকাশ্যে এনে জানিয়েছিলেন, তার সন্তানের বাবা শাকিব খান। এরপর শোবিজে ছড়িয়ে পড়ে শাকিব-ববুলীর বিচ্ছেদের খবর। যদিও বিষয়টি অস্বীকার করেছেন এ নায়িকা।

- Advertisement -

দেশীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিচ্ছেদের খবরকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন বুবলী। আপনাদের নাকি বিচ্ছেদ হয়ে গেছে? এমন প্রশ্নের উত্তরে নায়িকা বলেন, ‘কয়েকটি অনলাইনে পোর্টালে খবরটি দেখেছি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, পুরোটাই মিথ্যা। এ খবর কোথা থেকে এলো, বুঝতে পারছি না।’

বুবলী আরও বলেন, ‘সাংবাদিক ভাইদের দোষ দেব না। আমার কাছে মনে হয়েছে, তৃতীয় পক্ষ কেউ এ বিষয়ে গুজব ছড়িয়েছে। সেই পক্ষ সাংবাদিক ভাইদের এ বিষয়ে মিথ্যা খবরটি লিখতে উৎসাহিত করেছে।’

এদিকে সন্তানকে নিয়ে বেশ ভালো মুডেই আছেন শবনম বুবলী। তার ফেসবুকে পোস্টগুলো দেখে তারই প্রমাণ পাওয়া যায়। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ছেলে শেহজাদ খান বীরের ছবি শেয়ার করেন বুবলী। লিখেছেন, ‘সবাই সাবধান!! শহরে নতুন বাপজান শেহজাদ খান বীর।’

শাকিব খানের হাত ধরে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হয়েছেন শবনম বুবলী। এখন পর্যন্ত ১২টি সিনেমায় অভিনয় করেছেন এ জুটি। শাকিব-বুবলী জুটির প্রথম সিনেমা ‘বসগিরি’। সবশেষ ‘লিডার-আমি বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন এ জুটি।

- Advertisement -

Related Articles

Latest Articles