6.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

অনলাইনে জাতীয় পরিচয়পত্রের ভুল যেভাবে সংশোধন করবেন

How to Update Nid in Bangladesh : অনলাইনে জাতীয় পরিচয়পত্রের ভুল যেভাবে সংশোধন করবেন - the Bengali Times

জাতীয় পরিচয় পত্র (এনআইডি) দেশের নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ দলিল। ব্যক্তির জন্য এটি খুবই প্রয়োজনীয়। তবে এনআইডিতে তথ্যগত ভুল থাকলে নাগরিককে নানা বিড়ম্বনায় পড়তে হয়। ২০০৮ সালে এনআইডি চালু হওয়ার পর প্রথমদিকে ব্যক্তির তথ্যগত নানা ভুলভ্রান্তি ছিল।

- Advertisement -

ওই সময় জনসাধারণের অসচেতনতা ও দেশে প্রথমবারের মতো এটি চালু হওয়ায় ভুলভ্রান্তির পরিমাণ বেশিই হতো। এ কারণে নির্বাচন কমিশন (ইসি) প্রথমে বিনামূল্যে ও পরে নির্ধারিত ফি নিয়ে এনআইডির ভুল সংশোধন করে দিয়েছিল। তবে এখনও যাদের পরিচয়পত্রে ভুল আছে তারা চাইলে সহজে ঘরে বসেই ভুল সংশোধন করতে পারেন। তাহলে চলুন জেনে নেয়া যাক কিভাবে ভুল সংশোধন করবেন…

যেসব ভুল সংশোধন

► ভুলে পিতা, মাতা, স্বামীর নামের আগে মৃত লেখা,
► ভোটার অবিবাহিত হলেও পিতা না লিখে স্বামী লেখা হয়েছে,
► বিয়ের পর স্বামীর নাম যুক্ত করা,
► বিবাহ বিচ্ছেদের পর স্বামীর নাম বাদ দেয়া,
► নতুন করে বিয়ে হলে পরবর্তী স্বামীর নাম যুক্ত করা,
► পেশা পরিবর্তন,
► পিতা-মাতা মারা গেলে মৃত উল্লেখ করার প্রক্রিয়া,
► ঠিকানা পরিবর্তন,
► জন্মতারিখ পরিবর্তন,
► স্বাক্ষর পরিবর্তন ইত্যাদি।

অনলাইনে সংশোধনের নিয়ম এবং পদ্ধতি
অনলাইনে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের জন্য এই ঠিকানায় প্রবেশ করে একটি অ্যাকাউন্ট তৈরি করে সেখানে এনআইডি নম্বর দিতে হবে। এই অ্যাকাউন্টেই অনলাইনে কোন ধরনের ভুল তথ্য সংশোধন করা হবে তার ধরন অনুযাযী ফি-এর তালিকা দেয়া লিংক পাওয়া যাবে। পরিচয়পত্রে যেসব তথ্য দেয়া আছে তার একটি পরিবর্তন করতে চাইলে প্রথমবার আবেদনের জন্য ২০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং এর পরবর্তীতে যতবার আবেদন করা হবে ৪০০ টাকা করে ফি দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের ধরন অনুযায়ি এর ফি নির্ভর করে। তবে সবধরনের ফিয়ের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়।

তথ্য সংশোধন

জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডে ছাপা আছে এমন তথ্য যেমন নিজ নাম/পিতা-মাতার নাম/স্বামী-স্ত্রীর নাম/ঠিকানা/রক্তের গ্রুপ সংশোধন।
► প্রথমবার ২৩০ টাকা
► দ্বিতীয়বার-৩৪৫ টাকা
► তৃতীয়বার ৫৭৫ টাকা

অন্যান্য তথ্য সংশোধন
জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ডে ছাপা হয়নি এমন তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, পেশা, ধর্ম, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন ।

অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের নিয়ম

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডে কোন ভুল হলে তা ইউনিয়ন পরিষদ পর্যায়ে গিয়েও সংশোধন করা যায়। এক্ষেত্রে যদি কেউ ঘরে বসেই অনলাইনে এন আইডি বা ভোটার আইডি কার্ড সংশোধন করতে ইচ্ছুক হন তাহলে তিনি উলিখিত উপায়ে ব্যবস্থা নিতে পারবেন। অনলাইনে যেসব তথ্য সংশোধন করা যায়-

► ব্যক্তিগত তথ্য পরিবর্তন
► ঠিকানা পরিবর্তন
► ভোটার এলাকার পরিবর্তন
► ছবি পরিবর্তন
► ন্যাশনাল আইডি কার্ড/ভোটার আইডি কার্ড রিপ্রিন্ট

অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য বা ছবি পরিবর্তনের নিয়ম

১. অনলাইনে ন্যাশনাল আইডি কার্ডের তথ্য পরিবর্তন করতে হলে সবার আগে বাংলাদেশ এনআইডি পোর্টাল বা ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে হবে।

২. রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে সেখানে দেয়া লিংকে যাওয়ার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।

৩. লগ ইন এর পর একটি ওয়েবপেজ দেখতে পেলে এই লিংক বা উপরে বাম পাশে থাকা ‘প্রোফাইল’ ট্যাব এ ক্লিক করতে হবে।

৪. প্রোফাইল ট্যাব আসার পর নাম, জন্মতারিখ,জন্মস্থান, মা-বাবার নামসহ প্রয়োজনীয় সব ব্যক্তিগত তথ্য দেখা যাবে।

৫. এরপর উপরের ডানদিকে ‘এডিট’ নামের একটি বাটন দেখা যাবে।

৬. এডিট বাটনে ক্লিক করলে জাতীয় পরিচয় পত্রের নির্ধারিত তথ্য পরিবর্তনের জন্য প্রযোজ্য ফি বা চার্জ এর তথ্য দেখা যাবে।

৭. সেখান থেকে ‘বহাল’বাটনে ক্লিক করলে এডিট প্রোফাইলে নিয়ে যাওয়া হবে। এখানে এসে কার্ডধারীরর সব ব্যাক্তিগত তথ্য পুনরায় দেখা যাবে।

৮. এখানে প্রতিটি তথ্যের পাশে একটি বক্স থাকবে। এই বক্সগুলোয় ক্লিক করলে বক্সটি টিকমার্কযযুক্ত হবে এবং চিহ্নযুক্ত বক্সের তথ্য এডিট করা যাবে।

৯. এই পেজ থেকে এনআইডিতে থাকা নাম, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন নম্বর, মা-বাবার নাম ইত্যাদি পরিবর্তন করা যাবে। ফলে যেসব তথ্য পরিবর্তন করতে ইচ্ছুক সেগুলোর পাশে টিকচিহ্ন দিয়ে প্রয়োজনীয় তথ্য এডিট করে নিলেই হবে।

১০. এডিট হয়ে গেলে উপরের ডানদিকে থাকা ‘পরবর্তী’ বাটনে ক্লিক করতে হবে।

১১. এরপর আপনাকে পরিবর্তন ট্যাবে নিয়ে যাওয়া হবে এবং এডিট করার পর পরিবর্তনকৃত অবস্থা দেখানো হবে। এরপর পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনাকে ট্রানজেকশন ট্যাবে নিয়ে যাওয়া হবে।

১২. এখান থেকেই পরিবর্তনের জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে।

তথ্য সংশোধনে ফি প্রদানের মাধ্যম
*বিকাশ
*ডাচ বাংলা ব্যাংক এবং রকেট মোবাইল ব্যাংকিং
*ওয়ান ব্যাংক লিমিটেড এবং ওকে ওয়ালেট মোবাইল ব্যাংকিং
*ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও টি-ক্যাশ মোবাইল ব্যাংকিং
*মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
*বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিডেট
*ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিডেট

যেভাবে বিল পরিশোধ করতে হবে
বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করতে হলে অ্যাপটির ‘পে বিল’ অপশনটি ওপেন করতে হবে। এরপর ‘সরকারি ফি’ অপশন থেকে এনআইপি সার্ভিস বাছাই করে যে সেবার জন্য আবেদন করা হয়েছে তা নির্ধারন করে পেমেন্ট করতে হবে। রকেটের ক্ষেত্রে অ্যাপ খোলে ‘পে বিল’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘১০০০’ লিখে সার্চ করার পর ‘ইসি বাংলাদেশ’ অপশনটি আসলে তা সিলেক্ট করতে হবে। এরপর কার্ডধারীকে অন্য একটি পেজে নিয়ে যাওয়ার পর এনআইডি কার্ডের নম্বর চাওয়া হবে। নম্বরটি দেয়ার পর এই কার্ড নম্বরের জন্য দেয়া টাকা ডিপোজিট হবে।

পরবর্তীতে ‘এপ্লিকেশন টাইপ’ লেখাটিতে ক্লিক করলে কোন পরিবর্তনের জন্য কোন সংখ্যা লিখতে হবে তা দেখানো হলে প্রয়োজনীয় সংখ্যাটি লিখতে হবে। এরপর পেজের নিচের দিকে ‘পে ফর’ লেখা দেখা যাবে। সেখান থেকে নিজের জন্য ফি পরিশোধ করলে ‘সেলফ/Self’ অন্যের জন্য হলে ‘আদার/Other’ এ ক্লিক করতে হবে। সব তথ্য পূরণের পর ‘ভেলিডেট’ লেখাতে ক্লিক করতে হবে এবং ‘ওকে’ চাপতে হবে। ‘বিলার শর্ট নেম’ নামে কোন বক্স দেখানো হলে সেখানে কার্ডধারীর নামের শর্টফর্ম লিখতে হবে। এরপর কত টাকা পাঠানো হবে সে বিষয়ক তথ্য দেখা যাবে। মোবাইল অ্যাকাউন্টের পিন দিয়ে প্রক্রিয়াটি সম্পন্নের পর বিলের একটি রশিদ দেয়া হবে। বিল পরিশোধের পর আইডি কার্ডের তথ্য পরিবর্তন পেজে পুনরায় প্রবেশ করতে হবে। ‘ট্রানজেকশন’ পেজটি রিলোড করার পর দেখা যাবে পরিশোধকৃত অর্থ এখানে আবার প্রদর্শিত হচ্ছে। ‘পরবর্তী’ বাটনে ক্লিক করার পর ব্যবহারকারীকে কাগজপত্র ট্যাবে নিয়ে যাওয়া হবে। সেখানে তথ্য সমূহের বৈধতা প্রমানে এসএসসি পরীক্ষার সনদপত্র অথবা জন্মসনদের স্ক্যানকপি নিয়ে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করতে হবে।

এখন আইডি কার্ডের সব তথ্য পরিবর্তনের প্রক্রিয়া নিশ্চিত করতে বলা হবে। উপস্থাপন করা তথ্যের বিষয়ে নিশ্চিত হয়ে ডানদিকে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে নতুন প্রোফাইল পেজ দেখা যাবে। প্রোফাইলের নিচের দিকে থাকা ‘বিস্তারিত বাটনে’ ক্লিক করলে একটি নতুন পেজ দেখা যাবে । এই পেজের ওপরের ডানদিকে ‘ডাউনলোড’ বাটনে ক্লিক করলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে। এই কপিটি সংরক্ষণ করতে হবে। এরপর ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে কোথায় নতুন আইডি কার্ড পাওয়া যাবে।

উল্লেখিত স্থানে পিডিএফ এর প্রিন্ট কপি নিয়ে গেলেই নতুন তথ্যযুক্ত আইডি কার্ড দেয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles