9.7 C
Toronto
সোমবার, অক্টোবর ১৮, ২০২১

গৌরি নন, কাঁদছিলেন শাহরুখের ম্যানেজার পূজা

ছবি সংগ্রহ

ছেলে আরিয়ান খান জামিন না পাওয়ায় গৌরী খান ভীষণ কান্না করেছেন- এমন একটি ভিডিও গণমাধ্যমে এসেছে। টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম ওই ভিডিওসহ এ সংক্রান্ত খবর প্রকাশ করে।

কিন্তু সেই খবর প্রকাশের একদিন পরই বলিউড লাইফের ফ্যাক্ট চেক টিমের দাবি, ভিডিওতে যাকে কাঁদতে দেখা যায় তিনি আরিয়ানের মা গৌরি নন, তিনি শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি।

বলিউড লাইফের প্রতিবেদন বলছে, আরিয়ান খানের জামিন শুনানির পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে সাদা শার্ট পরা এক নারীকে গাড়ির ভেতর কাঁদতে দেখা যায়। ভক্তরা অনুমান করেন, ওই নারী শাহরুখপত্নী গৌরী খান, যিনি সন্তানের জামিন আবেদন আদালতে নাকচ হওয়ার পর ভেঙে পড়েন। কিন্তু প্রকৃত সত্য হলো, ভিডিওতে কান্নারত ওই নারী গৌরী খান নন। আদালতে গৌরী বা শাহরুখ কেউই উপস্থিত ছিলেন না। আদালতে শুনানির সময় উপস্থিত ছিলেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি, যিনি এই সুপারস্টার পরিবারের প্রতিনিধি।

টাইমস অব ইন্ডিয়ার খবর, মাদক মামলায় শুক্রবার জামিন আবেদন নাকচ করে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও ডিজাইনার গৌরী খানের ছেলে আরিয়ান খানসহ অভিযুক্তদের আর্থার রোডের জেলে পাঠান আদালত। আর মুনমুন ধমেচাসহ অপর নারীকে পাঠানো হয় বাইকুল্লা নারী কারাগারে।

এদিকে, আরিয়ান গ্রেপ্তারের পর শাহরুখ ও গৌরী বলিউড ও রাজনীতিকদের কাছ থেকে ব্যাপক সমবেদনা ও সমর্থন পাচ্ছেন। খান পরিবারের পাশে দাঁড়িয়েছেন সালমান খান, হৃতিক রোশন, পূজা ভাট, রাভিনা ট্যান্ডন, বিশাল দাদলানি ও জনি লিভারসহ অনেকে।

- Advertisement - Visit the MDN site

Related Articles

- Advertisement - Visit the MDN site

Latest Articles