4.6 C
Toronto
সোমবার, ডিসেম্বর ৫, ২০২২

ব্যারিস্টার রিজুয়ান রহমান নিবেদিত এনআরবি শুভ সকালের বিশেষ আয়োজনে থাকছে হাড়ক্ষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

ব্যারিস্টার রিজুয়ান রহমান নিবেদিত এনআরবি শুভ সকালের বিশেষ আয়োজনে থাকছে হাড়ক্ষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
আগামী ১ অক্টোবর শনিবার সকাল ১১ টায় এনআরবি টিভির পর্দায় প্রচারিত হবে ব্যারিস্টার রিজুয়ান রহমান-এর সৌজন্যে ‘শুভ সকাল’ । বিনোদনের পাশাপাশি নানা ধরনের প্রয়োজনীয় তথ্যের উপস্থাপনে এনআরবি শুভ সকাল বরাবর যত্নশীল। এর আলোকে ১৩তম পর্বের এই আয়োজনটিতে ছুটির দিনের আড্ডা পর্বে আলোচনা করা হয়েছে Osteoporosis নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যাদি। আলোচনায় অংশগ্রহণ করেছেন রেশমা মজুমদার শম্পা, যিনি সোনোগ্রাফার হিসাবে টরোন্টোতে কর্মরত আছেন। সুস্থ হাড় গঠনে প্রয়োজনীয় খাদ্যাভ্যাসের পাশাপাশি যে বিষয়গুলোর প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত তা নিয়েও আলোকপাত করা হয়েছে। হাড়ক্ষয়ের কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়েও উল্লেখযোগ্য তথ্যের উপস্থাপনে এনআরবি শুভ সকালের এই পর্বটি দর্শক শ্রোতাদের সুস্থ হাড় গঠনে সাহায্য করবে।

ব্যারিস্টার রিজুয়ান রহমান নিবেদিত এনআরবি শুভ সকালের বিশেষ আয়োজনে থাকছে হাড়ক্ষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
রেশমা মজুমদার শম্পা, সোনোগ্রাফার

শুভ সকালের অন্যান্য নিয়মিত পর্ব বাণী চিরন্তনী, ভোরের পংক্তিমালা, ছুটির দিনের গান এবং ছুটির ফাঁদেতেও আছে বরাবরের মতো কিছুটা ভিন্নতা।
উল্লেখ্য ব্যারিস্টার রিজুয়ান রহমান-এর সৌজন্যে ‘এনআরবি শুভ সকাল’ ছুটির দিনের একটি বিনোদনধর্মী ও তথ্যমূলক আয়োজন। অনুষ্ঠানটি ব্যারিস্টার রিজুয়ান রহমান-এর সৌজন্যে এনআরবি টিভির পর্দায় প্রতি শনিবার সকাল ১১টায় প্রচারিত হয়।
অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায়এনআরবি টিভির নিয়মিত উপস্থাপিকা, জনপ্রিয় মুখ অজন্তা চৌধুরী ।
ব্যারিস্টার রিজুয়ান রহমান নিবেদিত এনআরবি শুভ সকালের বিশেষ আয়োজনে থাকছে হাড়ক্ষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
অজন্তা চৌধুরী

- Advertisement -

Related Articles

Latest Articles