11.4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

নেত্রকোণার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী খলিলুর গ্রেপ্তার

নেত্রকোণার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী খলিলুর গ্রেপ্তার

যুদ্ধাপরাধের অভিযোগে আল-বদর বাহিনীর প্রধান নেত্রকোনার খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধী ছিলেন নেত্রকোনার খলিলুর রহমান। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এ বিষয়ে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আরও পড়ুন :: কক্সবাজার জেল সুপারের ১৭ গরু দেখাশোনায় দু’কারারক্ষী, ৮ সিলিং ফ্যান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্র জানায়, খলিলুর রহমান ১৯৭১ সালে ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের সময় আল-বদর বাহিনীতে যোগ দেন তিনি। পরে চণ্ডিগড় ইউনিয়নে আল-বদর বাহিনীর কমান্ডার হন তিনি। তার বিরুদ্ধে ১৯৭১ সালে ২২ জনকে হত্যা, এক নারীকে ধর্ষণসহ পাঁচটি অভিযোগ ছিল।

এ মামলায় মোট আসামি পাঁচ জন। বিচার শুরুর আগে একজন ও পরে তিন আসামি মারা যান। আর মামলার শুরু থেকেই পলাতক ছিলেন খলিলুর রহমান। গত ১৩ সেপ্টেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles