0.8 C
Toronto
শনিবার, মার্চ ৩০, ২০২৪

‘আমাদেরকে দেশে ফিরে যেতে দিন’

‘আমাদেরকে দেশে ফিরে যেতে দিন’ - the Bengali Times I Bengali Newspaper in Canada
ব্রিটেনে আশ্রয় নেয়া এক আফগান নারীকে হিথ্রো বিমানবন্দরে সাহায্য করছেন ব্রিটিশ নারী পুলিশ

ব্রিটেনে আটকে পড়া বহু আফগান শরণার্থী দেশে ফিরে আসার আকুতি জানিয়েছেন। তাদের মৌলিক চাহিদা পূরণে ব্রিটিশ সরকারের ব্যর্থতার পর হতাশ হয়ে তারা এখন দেশে ফিরতে চান।

গত ১৫ আগস্ট তালেবান গোষ্ঠী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর এসব আফগান নাগরিক দেশ ছেড়ে ব্রিটেনে আশ্রয় নেন। তাদের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ‘অপারেশন ওয়ার্ম ওয়েলকাম’ নামে একটি কর্মসূচি চালু করেন। কর্মসূচির উদ্দেশ্য ছিল- আফগান নাগরিকদের জীবন পুনর্গঠন, কাজ পাওয়া, শিক্ষা সুবিধা দেয়া এবং ব্রিটিশ সমাজে একীভূত করে নেয়া।

- Advertisement -

কিন্তু আফগান নাগরিকদেরকে বসতবাড়ি দেয়া সম্ভব হয় নি। ৭,০০০ আফগান নাগরিককে হোটেলে থাকতে হচ্ছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক মাস যাবত তাদেরকে হোটেলে থাকতে হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডাক্তার যিনি ব্রিটেনে আফগান নাগরিকদের স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত তিনি গার্ডিয়ান পত্রিকাকে জানিয়েছেন, “বেশ কয়েকজন আফগান নাগরিক আমাকে বলেছেন যে, তারা দেশে ফিরে যেতে চান”।

ব্রিটিশ ওই ডাক্তার বলেন, “৬৭ বছর বয়স্ক এক আফগান নাগরিক আমাকে বলেছেন যে, তিনি আর এই অবস্থা মোটেই সহ্য করতে পারছেন না। তিনি হোটেলের বাইরে যেতে চান।”

হোটেলে থাকতে বাধ্য হওয়া আফগান নাগরিকদের স্বাস্থ্যসেবা নিয়েও উদ্বেগ রয়েছে। একজন কাউন্সিলিং লিডার পরিস্থিতিকে ব্রিটিশ সরকারের মারাত্মক ব্যর্থ কর্মসূচি হিসেবে উল্লেখ করেছেন। সূত্র: পার্স টুডে

- Advertisement -

Related Articles

Latest Articles