8 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত

ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও প্রায় দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার পাশাপাশি আনুষঙ্গিক ব্যয় মেটাতে ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

- Advertisement -

সাংবিধানিক প্রতিষ্ঠানটির সভা শেষে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের জানান, তারা এ প্রকল্প পাস করেছেন।

জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে দেড় শ আসনে ইভিএমে ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপির বিরোধিতার মধ্যেই এ সিদ্ধান্ত নেয় ইসি।

ভোট নিতে বর্তমানে দেড় লাখ ইভিএম আছে কমিশনের কাছে, যা দিয়ে সর্বোচ্চ ৭০ আসনে ভোট করা সম্ভব।

দেড় শ আসনে ইভিএমে ভোট করতে আরও অন্তত দেড় লাখ মেশিন কিনতে হতো কমিশনকে। অনুমোদিত প্রকল্পে সে সংখ্যাটি আরও ৫০ হাজার বাড়িয়ে ২ লাখ ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

সূত্র : বাংলাদেশ জার্নাল

- Advertisement -

Related Articles

Latest Articles