9.2 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বিক্ষোভে রানির মতো পোশাক পরায় অধিকার কর্মীর ২ বছরের কারাদণ্ড!

Thailand : বিক্ষোভে রানির মতো পোশাক পরায় অধিকার কর্মীর ২ বছরের কারাদণ্ড! - the Bengali Times

বিক্ষোভে রানির মতো পোশাক পরে হাজির হয়েছিলেন এক বিক্ষোভকারী। থাইল্যান্ডের আদালত বলেছে, এই পোশাকে তিনি দেশটির রাজতন্ত্রকে তিরস্কার করেছেন। তাই জাতুপর্ন সাইউয়েং নামের ওই বিক্ষোভকারীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

- Advertisement -

২৫ বছর বয়সী ওই অধিকারকর্মীর ২০২০ সালে ব্যাংককে এক রাজনৈতিক বিক্ষোভে গোলাপী রঙের পোশাক পরে অংশ নেন। জাতুপর্ন সাইউয়েং তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ওই আন্দোলকারীর দাবি, তিনি থাই ঐতিহাসিক পোশাক পরেছিলেন, এর বাইরে আর কিছু নয়।
থাই রাজার স্ত্রী রানি সুথিদাকেও প্রায়ই জনসমাগমে সিল্কের পোশাক পরতে দেখা যায়। নানা অনুষ্ঠানে রাজপরিবারের সদস্যদের মাথার ওপর ছাতা ধরে রাখারও প্রচলনও আছে। জাতুপর্ন সাইউয়েং নিজেও অনেকটা এমন ভঙ্গিতেই ফ্যাশন শো’র মতো করে ওই বিক্ষোভে হেঁটেছিলেন।

থাইল্যান্ডের আইনি প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, কেবল রাজপরিবারকে অবমাননাসংক্রান্ত আইনে সে দেশে ২০২০ সালের নভেম্বর থেকে কমপক্ষে ২১০ জন বিক্ষোভকারীকে অভিযুক্ত করা হয়।

সূত্র: বিবিসি

- Advertisement -

Related Articles

Latest Articles